Posts

Showing posts from May, 2022

১০৩ বছর বয়সেও সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করেন

Image
ভাবা যায় ১০৩ বছর বয়সেও সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করেন। ড. মনি কুমার ছেত্রী            ১০৩ বছরে পড়লেন বিশিষ্ট চিকিৎসক মণি কুমার ছেত্রী। তিনি একশ তিন বছরের তরুণ। এই বয়সেও রোজ নিয়ম করে ভোরবেলায় ঘুম থেকে ওঠেন। ব্রেকফাস্ট সেরেই গলায় স্টোথো ঝুলিয়ে বেরিয়ে পড়েন ডাক্তারবাবু। দিনভর নিজেকে ব্যস্ত রাখেন মানুষকে সুস্থ রাখার কাজে।  তিনি মাস্টার অফ মাস্টার্স, টিচার অফ টিচার্স।’      এই মহান মানুষটির জন্য আপনাদের গর্ব করা উচিৎ।           ১৯২০ সালের ২৩ মে দার্জিলিঙে জন্মগ্রহণ করেন মণি কুমার। প্রাথমিক শিক্ষা দার্জিলিং মিউনিসিপ্যালিটি প্রাইমারি স্কুলে। ১৯৩৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন। ১৯৪৪ সালে ডাক্তারিতে স্নাতক। ১৯৪৯-এ ডাক্তারিতে স্নাতকোত্তর করেন তিনি। এরপর আরও পড়াশোনার জন্য যান বিদেশেও। ১৯৫৫ সালে এমআরসিপি ডিগ্রি লাভ করেন। ১৯৬৯-এ আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি থেকে ফেলোশিপ করেন। ১৯৭২ সালে ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ মেডিক্যাল সায়েন্সেস থেকে ফেলোশিপ করেন। ১৯৭৩ সালে রয়্যাল কলেজ অফ ফিজিসিয়ানস থেকে ফেলোশিপ ...