Posts

Showing posts from August, 2020

১৫ ই আগস্ট স্বধীনতা দিবস

Image
স্বধীনতা দিবস ১৫ ই আগস্ট   আজ ১৫ ই আগস্ট, আজকের দিনটি শুধু একটি তারিখ নয়, একটা অনুভূতির দিন, অন্তরের গভীরের আকুতির দিন। ভারতবাসী হিসেবে আজ আমার গর্বের দিন, শুধু আমার কেন ভারতবাসী হিসেবে আমি আপনি আমাদের প্রত্যেকের গর্বের দিন।  আমাদের স্বধীনতা দিবস উপলক্ষে  আমাদের গর্বের অনুভূতির কথা বলে ১৫ই আগস্ট দিনটি সবার সাথে পালন করছি। যেহেতু বর্তমান পরিস্থিতিতে আমাদের ঘরে থেকেই আমাদের জীবনের সাথে লড়াই করতে হবে তাই সকলে বাড়িতে থেকেই আমার স্বধীনতা দিবস পালন করব এই অঙ্গীকার করি। আসা যাক মূল বিষয়ে আমাদের পূর্ব পুরুষরা আমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তারা তাদের রক্ত গঙ্গা বইয়ে দিয়েছিলেন, আর তার ফল আজকের দিন। ২০২০ সালের ১৫ ই আগস্ট (শনিবার) ভারত তার ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন করবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাল দুর্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি শুরু হবে। তবে, অনেকেই আমাদের জাতীয় পতাকার তাতপর্য এবং এটি কীভাবে অস্তিত্ব নিয়ে আসে তা সম্পর্কে অবগত নয়। ত্রিঙ্গা বা তিরঙ্গ নামেও পরিচিত, পতাকাটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এবং এর একটি  ইতিহ...

কৃষ্ণ দাস পাল Krishna Das pal

Image
 #কৃষ্ণদাস_পাল ব্যাবসা বিমুখবাঙালীর বদনাম ঘুচিয়ে আপনার '#বিস্কফার্ম' বেকারী ব্যবসায় ভারতে স্থান এখন চতুর্থ, আর প্রথমস্থান দখল করাই লক্ষ্য। সফল  হোক  আপনার আরাধনা।     উত্তর কলকাতায় শ্যামপুকুর স্ট্রীটের ছোট্ট এক চিলতে ঘরে মা, বাবা, ভাই বোনদের সংসারে টিনের চালের রান্না ঘরে পড়াশুনা করে সাফল্যের শিখরে পৌঁছানোর এ এক অনন্য কাহিনী। বড়বাজারের এক মামুলি ডিস্ট্রিবিউটর কে ডি পালের সারা দেশ জুড়ে বিস্ক ফার্ম সাম্রাজ্য গড়ে তোলার এ এক অনন্য ইতিহাস। পাশাপাশি নিজের গ্রামে সমস্ত রাস্তা কংক্রীটে ঢালাই করিয়ে, তাতে বাতিস্তম্ভ লাগিয়ে বিদ্যূতের যাবতীয় খরচ বহনের এক অনন্য মানসিকতা। গ্রামের কোন‌ও ছেলে বা মেয়ে প্রথম বিভাগে মাধ্যমিক পাশ করলেই তার সারা জীবনের লেখাপড়ার খরচ বহনের কবুল করা, কি সেই মন্ত্র যার জোরে এক জীবন যাত্রা এমন দুর্লভ নজির গড়ে তূলতে পারে? কে ডি পাল বলেই সকলে চেনে তাঁকে। কিন্তু নাম তাঁর কৃষ্ণদাস পাল। ১৯৪০ সালে বর্ধমান জেলার কামারকিতা  গ্রামে তাঁর জন্ম। বাবার নাম পূর্ণ চন্দ্র পাল, জননী অপর্ণা। পাঁচ ভাই, তিন বোনের মধ্যে তিনি তৃতীয়। কামারিতার প্রাথমিক বি...

ভূমি পুজো, Bhumi Pujo

Image
ভুমি পুজো   অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল, রাম মন্দিরের নির্মাণ কাজ আরম্বার করে শুরু হল। দীর্ঘদিনের লড়াইয়ের অবসান ঘটল সাফল্যের সাথে। পূর্বে রাম মন্দির ভেঙ্গে যে বাবরি মসজিদ করেছিল মুসলিম রাজারা, এখন তার পুনরাবৃত্তি ঘটল রাম মন্দির গঠনের কাজ শুরু করে।         যাইহোক দীর্ঘ দিন প্রতীক্ষার অবসান ঘটল হিন্দুদের। হিন্দুদের মান সন্মান আত্মমর্যাদা ফিরে এল। বহুদিন ধরে আরাজকতা চলছিল। সাফল্যের সাথে সফল হল।        5 ই জুন বুধবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে অযোধ্যায় সম্পন্ন হল রাম মন্দিরের (‌Ram Temple) ‌ঐতিহাসিক ভূমিপুজো। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যপাল–সহ অন্যান্য আমন্ত্রিতরা। এর পাশাপাশি প্রথমে ‘‌না’ বললেও শেষপর্যন্ত অনুষ্ঠানে এলেন ‌বিজেপি নেত্রী উমা ভারতী। এদিন সকালেই অবশ্য অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি জানিয়ে টুইট (Twitter) করেছিলেন তিনি। জানান, রাম জন্মভূমি ‌ন্যাসের একজন শীর্ষ কর্মকর্তার নির্দেশ মেনেই তিনি সেখানে যাচ্ছেন।         শপথ নিয়েছিলেন, রাম মন্দির নির্মা...