১৫ ই আগস্ট স্বধীনতা দিবস
স্বধীনতা দিবস ১৫ ই আগস্ট আজ ১৫ ই আগস্ট, আজকের দিনটি শুধু একটি তারিখ নয়, একটা অনুভূতির দিন, অন্তরের গভীরের আকুতির দিন। ভারতবাসী হিসেবে আজ আমার গর্বের দিন, শুধু আমার কেন ভারতবাসী হিসেবে আমি আপনি আমাদের প্রত্যেকের গর্বের দিন। আমাদের স্বধীনতা দিবস উপলক্ষে আমাদের গর্বের অনুভূতির কথা বলে ১৫ই আগস্ট দিনটি সবার সাথে পালন করছি। যেহেতু বর্তমান পরিস্থিতিতে আমাদের ঘরে থেকেই আমাদের জীবনের সাথে লড়াই করতে হবে তাই সকলে বাড়িতে থেকেই আমার স্বধীনতা দিবস পালন করব এই অঙ্গীকার করি। আসা যাক মূল বিষয়ে আমাদের পূর্ব পুরুষরা আমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তারা তাদের রক্ত গঙ্গা বইয়ে দিয়েছিলেন, আর তার ফল আজকের দিন। ২০২০ সালের ১৫ ই আগস্ট (শনিবার) ভারত তার ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন করবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাল দুর্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি শুরু হবে। তবে, অনেকেই আমাদের জাতীয় পতাকার তাতপর্য এবং এটি কীভাবে অস্তিত্ব নিয়ে আসে তা সম্পর্কে অবগত নয়। ত্রিঙ্গা বা তিরঙ্গ নামেও পরিচিত, পতাকাটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এবং এর একটি ইতিহ...