ভূমি পুজো, Bhumi Pujo

ভুমি পুজো
  অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল, রাম মন্দিরের নির্মাণ কাজ আরম্বার করে শুরু হল। দীর্ঘদিনের লড়াইয়ের অবসান ঘটল সাফল্যের সাথে। পূর্বে রাম মন্দির ভেঙ্গে যে বাবরি মসজিদ করেছিল মুসলিম রাজারা, এখন তার পুনরাবৃত্তি ঘটল রাম মন্দির গঠনের কাজ শুরু করে।
        যাইহোক দীর্ঘ দিন প্রতীক্ষার অবসান ঘটল হিন্দুদের। হিন্দুদের মান সন্মান আত্মমর্যাদা ফিরে এল। বহুদিন ধরে আরাজকতা চলছিল। সাফল্যের সাথে সফল হল।
       5 ই জুন বুধবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে অযোধ্যায় সম্পন্ন হল রাম মন্দিরের (‌Ram Temple) ‌ঐতিহাসিক ভূমিপুজো। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যপাল–সহ অন্যান্য আমন্ত্রিতরা। এর পাশাপাশি প্রথমে ‘‌না’ বললেও শেষপর্যন্ত অনুষ্ঠানে এলেন ‌বিজেপি নেত্রী উমা ভারতী। এদিন সকালেই অবশ্য অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি জানিয়ে টুইট (Twitter) করেছিলেন তিনি। জানান, রাম জন্মভূমি ‌ন্যাসের একজন শীর্ষ কর্মকর্তার নির্দেশ মেনেই তিনি সেখানে যাচ্ছেন।
        শপথ নিয়েছিলেন, রাম মন্দির নির্মাণ করতে পারলে তবেই পা রাখবেন অযোধ্যায়। ২৯ বছরের অপেক্ষার পর নিজের স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নিজের প্রতি নিজের এই অঙ্গীকার পূরণের জন্য বহু পরিশ্রম করতে হয়েছে। এর মধ্যে রাম মন্দির (Ram Mandir) আন্দোলনে বহু মানুষের প্রাণও গিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত স্বপ্ন সফল হয়েছে প্রধানমন্ত্রীর। আজ তাঁর হাত দিয়েই স্থাপিত হল অযোধ্যার রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর।
      মুখ্যমন্ত্রী-রাজ্যপাল দ্বন্দ্ব যেন কিছুতেই কাটছে না। ভূমিপুজোর সকালে এবার রাম মন্দির ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করলেন জগদীপ ধনকড়। বললেন, “ধর্মীয় তোষণের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী।”
          এই সুন্দর বিষয়টিতে হিন্দু বিরোধীদের খুবই জ্বলন হচ্ছে। শুধু মুসলিমরাই হিন্দু বিরোধী নয়, অনেক হিন্দুও হিন্দু বিরোধী আছে আমাদের দেশে। তবে আমাদের দেশের মুসলিমদের যত না বিরোধ করছে, তার থেকেও আনেক বেশী বিরোধী হচ্ছে অন্যান্য দেশ। যেমন এর শীর্ষে রয়েছে বাংলাদেশ, তারপর পাকিস্থান। এছাড়াও অন্যান্য মুসলিম রাষ্ট্রও রয়েছে। তারা ভুলে যাচ্ছে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে তাদের নাক গেলানো উচিৎ নয়। তাতে তাদের হীন মানসিকতার পরিচয় পাওয়া যায় ও প্রকাশ করে নিজেরাই।
      আর ভারতীয় মুসলিমদের কথা , তারা ভারত মাতা বলে না, যায় হিন্দ বলে না, যে দেশে বসবাস করছে , খাচ্ছে, জীবিকা করছে সেই দেশের বদনাম করে চীরকাল। প্রাচীন ইতিহাসে মুসলিমরা ভারতে ছিল না, তাহলে মসজিদ হল কি করে। মুসলিমরা বারবার মন্দির ভেঙ্গে মসজিদ করেছে, তা সকলে জানে। তবু তারা বিরোধিতা করবে। মুসলিমরা কখনো নিজেদের দোষ দেখে না 
        মুসলিমরা যত বড়ই অন্যায় করুক না কেন মুসলিমরা কখনই মুসলিমদের বিরোধিতা করবে না। তাই তাদের অন্যায়ের মাত্রা দিনে দিন বেড়ে চলেছে।
      অবশেষে বলা যায় যে যতদিন না মুসলিমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হচ্ছে তত দিন তারা এমনি থাকবে।



Translate in English

 Worship the land
  Finally the long wait came to an end, the construction work of Ram temple started. The long struggle ended successfully. The Babri Masjid, which was earlier demolished by the Muslim kings, is now being rebuilt by the Muslim kings.
        However, the long wait for the Hindus came to an end. The dignity and self-respect of the Hindus returned. Anarchy had been going on for a long time. Succeeded with success.
       On Wednesday 5th June, the historic Bhumipujo of the Ram Temple was completed in Ayodhya by the hands of Hon'ble Prime Minister Narendra Modi. From the Chief Minister of Uttar Pradesh to the Governor and other invitees were present. Besides, BJP leader Uma Bharti came to the event even though she said 'no' at first. This morning, however, he tweeted that he would be present at the event. He said that he was going there following the instructions of a top official of Ram Janmabhoomi Unyas.
        He took an oath that he would set foot in Ayodhya only if he could build a Ram temple. After 29 years of waiting, Prime Minister Narendra Modi has fulfilled his dream. I have had to work hard to fulfill this promise to myself. Many people have lost their lives in the Ram Mandir movement. But in the end the dream of the Prime Minister has succeeded. Today the foundation stone of the Ram temple in Ayodhya was laid by his hands.
      The conflict between the Chief Minister and the Governor does not seem to be over. On the morning of Bhumipujo, Jagdeep Dhankar attacked Mamata Banerjee on the issue of Ram Mandir. He said, "The Chief Minister is doing politics of religious appeasement."
          The Hindu opposition is very burning on this beautiful issue. Not only Muslims are anti-Hindu, many Hindus are also anti-Hindu in our country. However, other countries are more hostile than the Muslims of our country. For example, Bangladesh is at the top, then Pakistan. There are also other Muslim states. They are forgetting that they should not sneeze at India's internal affairs. In it, the identity of their inferior mentality is found and expressed by themselves.
      And as for the Indian Muslims, they do not say Bharat Mata, they do not say Hind, they are living, eating and making a living by defaming the country forever. If Muslims were not in India in ancient history, then what about the mosque hall. Everyone knows that Muslims have repeatedly demolished temples and built mosques. Yet they will oppose. Muslims never see their own faults
        No matter how great the injustice Muslims do, Muslims will never oppose Muslims. So the level of their injustice is increasing day by day.
      Finally, it can be said that as long as Muslims are not being educated in real education, they will remain so.





<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-4954924642538230"
     crossorigin="anonymous"></script>

Comments

Post a Comment

Popular posts from this blog

বৃক্ষ রোপন পদ্ধতি

আসানসোল এলাকার কালী পূজা

চাকরি করা ছেলে ও মেয়ের বাবা মা