Posts

Showing posts from November, 2021

আসানসোল এলাকার কালী পূজা

Image
    কালী পূজা হিন্দুদের তথা বাঙালিদের আরএক বড়ো উৎসব কালী পূজা। দুর্গা পূজার পরের স্থান কালীপূজা। এই পূজা খুব ধুম ধাম করে অনুষ্ঠান করা হয়।   প্রতি বছরের ন্যায় এবছরও কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু অতটা ধুম ধাম করে নয়। যতটা সম্ভব কম করে পুজো করা হচ্ছে। সোশ্যাল ডিসটেন্স মেনে পুজো করা হচ্ছে। যতটা সম্ভব সামাজিক সুরক্ষা মেনে নিয়ে পুজো পালন করা হচ্ছে।         আসানসোল এলাকার কালী পূজা সেরকমই নিয়ম মেনে করেছে পুজো কমিটি। সোশ্যাল ডিসটেন্স মানার জন্য যেসব নিয়ম নীতি অনুসরণ করা প্রয়োজন সেই সব নিয়ম মেনে পুজো করছে।    মঞ্চ সজ্জা ঠিক মতো সুন্দর করে সাজিয়ে রেখেছে। প্যান্ডেল বানানো হয়েছে বিভিন্ন ধরনের বিষয় ভাবনা চিন্তা করে। 

ভাই ফোঁটা

Image
  ভাই ফোঁটা     ভাই বোনের মধুর ও প্রীতির সম্পর্ক বরাবরেই। ভাই বোনের ভালোবাসা এক অন্য ধরনের। তা অন্য কেউ বুঝবে না। ছোটো বেলা থেকেই ভাই বোনের ভালোবাসা গড়ে ওঠে আপনা আপনি থেকেই। এই ভালোবাসা কেউ শিখিয়ে দেয় না। ভাই বোনের মধ্যে নিজে নিজেই গড়ে ওঠে এই ভালোবাসা।     ঝগড়া ঝাটি সব সময় লেগেই থাকে। কারনে অকারণে সময়ে অসময়ে ঝগড়া ঝাটি হবেই। আর মারা মারি স্বাভাবিক ব্যাপার। অল্প একটু কিছুতেই ভাই বোনের মধ্যে মারা মারি লেগেই থাকে। খাওয়া দাওয়া পড়াশুনো বা অন্য কিছু নিয়ে সর্বদা মারা মারি লেগেই থাকে। তবু ভাই বোনের ভালোবাসা অতুলনীয়।       বছরের এই দিনটিতে প্রতি বছর ভাই বোনের মধুর সম্পর্ক পালন করা হয়। যা ভাই ফোঁটা নামে পরিচিত। ভাই ফোঁটা নানা নামে পরিচিত যেমন ভাই দুঁজ, ভ্রাতৃদ্বিতীয়া, ভাইবিজ, ভাইটিকা প্রভৃতি নামে পরিচিত। বিভিন্ন এলাকার স্থানে বিভিন্ন নামে পরিচিত।     একটা মন্ত্র পড়ে ভাই ফোঁটা দেওয়া হয়। এই মন্ত্রটি হলো - "ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা॥ যমুনার হাতে ফোঁটা খেয়ে যম...