আসানসোল এলাকার কালী পূজা

    কালী পূজা

হিন্দুদের তথা বাঙালিদের আরএক বড়ো উৎসব কালী পূজা। দুর্গা পূজার পরের স্থান কালীপূজা। এই পূজা খুব ধুম ধাম করে অনুষ্ঠান করা হয়। 


 প্রতি বছরের ন্যায় এবছরও কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু অতটা ধুম ধাম করে নয়। যতটা সম্ভব কম করে পুজো করা হচ্ছে। সোশ্যাল ডিসটেন্স মেনে পুজো করা হচ্ছে। যতটা সম্ভব সামাজিক সুরক্ষা মেনে নিয়ে পুজো পালন করা হচ্ছে।

 

      আসানসোল এলাকার কালী পূজা সেরকমই নিয়ম মেনে করেছে পুজো কমিটি। সোশ্যাল ডিসটেন্স মানার জন্য যেসব নিয়ম নীতি অনুসরণ করা প্রয়োজন সেই সব নিয়ম মেনে পুজো করছে।


   মঞ্চ সজ্জা ঠিক মতো সুন্দর করে সাজিয়ে রেখেছে। প্যান্ডেল বানানো হয়েছে বিভিন্ন ধরনের বিষয় ভাবনা চিন্তা করে। 






Comments

Popular posts from this blog

বৃক্ষ রোপন পদ্ধতি

চাকরি করা ছেলে ও মেয়ের বাবা মা