Posts

Showing posts from April, 2022

গন্ধবনিক সম্প্রদায় ও পদবী

Image
  গন্ধবণিক সম্প্রদায়ের পদবী তালিকা গন্ধবণিক সম্প্রদায় গ্রুপ থেকে সংগৃহিত পদবী তালিকা       পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গন্ধ বণিক সম্প্রদায় বসবাস করেন। এমনকি দেশের বাইরে ও অনেক গন্ধ বণিক সম্প্রদায় বসবাস করেন। সেইসব গন্ধবণিক সম্প্রদাযয়ের বিভিন্ন পদবী রয়েছে। তা গন্ধ বণিক সম্প্রদায় গ্রুপ থেকে সংগ্রহ করে তুলে ধরলাম।         বানিক সম্প্রদায় গোষ্ঠীর মধ্যে গন্ধ বণিক সম্প্রদায় অন্যতম। প্রাচীন কালে দেশে বিদেশে ব্যবসা বাণিজ্যে প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন এই বণিক সম্প্রদায়।        গন্ধ দ্রব্য প্রস্তুত কারক ও বিক্রয় কারক সম্প্রদায় পরবর্তী সময়ে গন্ধ বণিক সম্প্রদায় নামে অভিহিত হন। অবশ্য অন্যান্য দ্রব্য প্রস্তুত করে থাকেন ও ব্যবসা করে থাকেন এই সম্প্রদায়।      বিভিন্ন ধরনের গন্ধ যুক্ত দ্রব্য নিয়ে ব্যবসা বাণিজ্যে পটু ছিলেন এই সম্প্রদায়। এখনও এই সম্প্রদায় বিভিন্ন ধরনের দ্রব্য নিয়ে ব্যবসা বাণিজ্য করে থাকেন।       দেবী গন্ধেশ্বরী গন্ধ বণিক সম্প্রদায়ের আরাধ্য দেবী। দেবী দুর্গার আরেক র...

আজ মানবিকতার জয়

Image
  ধর্মে ধর্মে দ্বন্দ্ব করে মানবতার জয় কখনো হয় না। মানবিকতায় মানবতার জয় হয়। জয় বাংলা। বালিগঞ্জের নায়ক      আজ মানবিকতার জয় হবেই। মানুষের মনুষত্ব বোধ জেগে উঠেছে। চেতনাকে কেউ আটকাতে পারবে না। আজ তার জীবন্ত উদাহরণ স্বরূপ প্রতিকৃতি হয়ে থাকবে আগামী দিনের ইতিহাসে।        মা মাটির মানুষের জয়, খুব শীঘ্রই মুক্তি পাবে। আর কিছুক্ষণ অপেক্ষা তারপর আনন্দের জোয়ার বাংলায় ভেসে উঠবে। চেতনা চাপা দিয়ে রাখা যায় না। মানুষকে দমিয়ে রাখা যায় না, সম্বভ ও নয়। খুশির জোয়ার উঠলে উঠবে। আসানসোলের নায়ক       দুই নায়ক বাংলাকে এগিয়ে নিয়ে যাবে। মা মাটির মানুষ কে আরো উচ্চ শিখরে পৌঁছে দেবে।      এদিকে বালিগঞ্জের নায়ক মাননীয় বাবুল সুপ্রিয়, অপরদিকে আসানসোলের নায়ক মাননীয় শত্রুঘ্ন সিনহা বাংলার উন্নতির উত্তর সুরী।     বাংলা এগিয়ে ছিল আছে এবং আগামী দিনেও এগিয়ে থাকবে। বাংলা মডেল হয়েই থাকে, ভারতবর্ষ তথা বিশ্বে। মা মাটির জয় চিরকালই থাকবে।         আমরা নীলে নীলে সেজে উঠব, ভরে উঠবে রঙিন সাজে। নীল দিয়ে আনন্...