গন্ধবনিক সম্প্রদায় ও পদবী

 গন্ধবণিক সম্প্রদায়ের পদবী তালিকা

গন্ধবণিক সম্প্রদায় গ্রুপ থেকে সংগৃহিত পদবী তালিকা



      পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গন্ধ বণিক সম্প্রদায় বসবাস করেন। এমনকি দেশের বাইরে ও অনেক গন্ধ বণিক সম্প্রদায় বসবাস করেন। সেইসব গন্ধবণিক সম্প্রদাযয়ের বিভিন্ন পদবী রয়েছে। তা গন্ধ বণিক সম্প্রদায় গ্রুপ থেকে সংগ্রহ করে তুলে ধরলাম।

        বানিক সম্প্রদায় গোষ্ঠীর মধ্যে গন্ধ বণিক সম্প্রদায় অন্যতম। প্রাচীন কালে দেশে বিদেশে ব্যবসা বাণিজ্যে প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন এই বণিক সম্প্রদায়। 

      গন্ধ দ্রব্য প্রস্তুত কারক ও বিক্রয় কারক সম্প্রদায় পরবর্তী সময়ে গন্ধ বণিক সম্প্রদায় নামে অভিহিত হন। অবশ্য অন্যান্য দ্রব্য প্রস্তুত করে থাকেন ও ব্যবসা করে থাকেন এই সম্প্রদায়।

     বিভিন্ন ধরনের গন্ধ যুক্ত দ্রব্য নিয়ে ব্যবসা বাণিজ্যে পটু ছিলেন এই সম্প্রদায়। এখনও এই সম্প্রদায় বিভিন্ন ধরনের দ্রব্য নিয়ে ব্যবসা বাণিজ্য করে থাকেন।

      দেবী গন্ধেশ্বরী গন্ধ বণিক সম্প্রদায়ের আরাধ্য দেবী। দেবী দুর্গার আরেক রূপ দেবী গন্ধেশ্বরী।

   পরবর্তী সময়ে গন্ধ বণিক সম্প্রদায়ের ইতিবৃত্ত নিয়ে আলোচনা করব। বর্তমানে গন্ধ বণিক সম্প্রদায়ের ইতিবৃত্ত নিয়ে তথ্য সংগ্রহ করে চলেছি।

# পদবী তালিকা নিম্নলিখিত:-

১. দত্ত

২. দে

৩. সেন

৪. বিদ

৫. নাগ

৬. হালদার

৭. দাস

৮. সিং/সিংহ/সিনহা

৯. সাঁই

১০. পাল

১১. নাদ/নাথ

১২. বণিক

১৩. চন্দ্র

১৪. চন্দ

১৫. ঘর

১৬. ধর

১৭. দাঁ

১৮. সাধু

১৯. মল্লিক

২০. মুদি

২১. ঘাঁটী

২২. বিস্টু

২৩. নায়ক/নায়েক

২৪. লায়েক

২৫. খাঁ

২৬. প্রামানিক

২৭. মন্ডল

২৮. রূদ্র

২৯. বিষ্ণু

৩০. কর

৩১. রাজ

৩২. পাত্র

৩৩. বিশ্বাস

৩৪. সাধুখাঁ

৩৫. গান্ধী

৩৬. গুপ্ত

৩৭. ভোল

৩৮. বল

৩৯. রম / রোম

৪০. চৌধুরী

৪১. ওম

৪২. কুন্ডু

৪৩. হাটি

৪৪. পাসারী

৪৫. নন্দন

৪৬. সাও

৪৭. ধন

৪৮. ঘাটুয়ারী

৪৯. নন্দী

৫০. সীল

৫১. ভদ্র

৫২. রায়

৫৩. সাহা

৫৪. জুঁই

৫৫. সওদাগর

৫৬. মাহিন্দার

৫৭. মাহাতা

৫৮. পাইন

৫৯. এইন/Ain/Ein

৬০. ধনী

৬১. সরকার

৬২. পঁজিয়ারা

৬৩. পোদ্দার

৬৪. অধিকারী

৬৫. লাহা

৬৬. গুইতা

৬৭. বন্ধু

৬৮. মুকুটি

৬৯. দণ্ডপাট

৭০. মোদি / মোদী ।



Comments

Popular posts from this blog

বৃক্ষ রোপন পদ্ধতি

আসানসোল এলাকার কালী পূজা

চাকরি করা ছেলে ও মেয়ের বাবা মা