আজ মানবিকতার জয়
ধর্মে ধর্মে দ্বন্দ্ব করে মানবতার জয় কখনো হয় না। মানবিকতায় মানবতার জয় হয়। জয় বাংলা।
বালিগঞ্জের নায়ক
আজ মানবিকতার জয় হবেই। মানুষের মনুষত্ব বোধ জেগে উঠেছে। চেতনাকে কেউ আটকাতে পারবে না। আজ তার জীবন্ত উদাহরণ স্বরূপ প্রতিকৃতি হয়ে থাকবে আগামী দিনের ইতিহাসে।
মা মাটির মানুষের জয়, খুব শীঘ্রই মুক্তি পাবে। আর কিছুক্ষণ অপেক্ষা তারপর আনন্দের জোয়ার বাংলায় ভেসে উঠবে। চেতনা চাপা দিয়ে রাখা যায় না। মানুষকে দমিয়ে রাখা যায় না, সম্বভ ও নয়। খুশির জোয়ার উঠলে উঠবে।
আসানসোলের নায়ক
দুই নায়ক বাংলাকে এগিয়ে নিয়ে যাবে। মা মাটির মানুষ কে আরো উচ্চ শিখরে পৌঁছে দেবে।
এদিকে বালিগঞ্জের নায়ক মাননীয় বাবুল সুপ্রিয়, অপরদিকে আসানসোলের নায়ক মাননীয় শত্রুঘ্ন সিনহা বাংলার উন্নতির উত্তর সুরী।
বাংলা এগিয়ে ছিল আছে এবং আগামী দিনেও এগিয়ে থাকবে। বাংলা মডেল হয়েই থাকে, ভারতবর্ষ তথা বিশ্বে। মা মাটির জয় চিরকালই থাকবে।
আমরা নীলে নীলে সেজে উঠব, ভরে উঠবে রঙিন সাজে। নীল দিয়ে আনন্দ উৎসব অনুষ্ঠিত হবে।
Translate in English
Humanity never wins by conflicting religions. Humanity wins in humanity. Joy Bangla.
Humanity must win today. The sense of human humanity has awakened. No one can stop the consciousness. Today his portrait will be a living example in the history of the future.
The victory of the mother earth people, will be released soon. And after waiting for a while, the tide of joy will rise in Bengal. Consciousness cannot be suppressed. People cannot be suppressed, it is not possible. When the tide of happiness rises.
Two heroes will take Bengal forward. Mother Earth will take the people to a higher peak.
On the other hand, the hero of Baliganj, Hon'ble Babul Supriya, on the other hand, the hero of Asansol, Hon'ble Shatrughan Sinha is the answer to the development of Bengal.
Bangla was ahead and will continue to be ahead in the days to come. Bengali remains the model, India and the world. Mother Earth's victory will last forever.
We will be dressed in blue, filled with colorful outfits. Ananda Utsav will be held in blue.
Comments
Post a Comment