বিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহালনবীশ, Sciencest Prasanta chandr Mahalanbish
প্রশান্ত চন্দ্র মহালনবীশ প্রশান্ত চন্দ্র মহালনবীশ একজন ভারতীয় বিজ্ঞানী এবং পরিসংখ্যানবিদ ছিলেন। জন্ম :- 29সে জুন 1893 সাল জন্ম স্থান :- বিক্রম পুর অধুনা বাংলাদেশ। মৃত্যু :- 28 সে জুন 1972 সাল শিক্ষা - ও বি ই, এফ এন এ, এফ এ এস সি, এফ আর এস। তিনি নৃবিজ্ঞানী বিষয়ে অগ্রণী পড়াশুনো করেছিলেন। তিনি ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন এবং বড় আকারের জরিপের নকশায় অবদান রেখছিলেন। আর তার এই অবদানের জন্য তাকে ভারতে আধুনিক পরিসংখ্যানের জনক বলা হয়। তিনি 1980 সালে স্নাতক হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রেসিডেন্সি কলেজে যোগদান করেন। তিনি 1912 সালে পদার্থ বিজ্ঞানে অনার্স সহ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি শিক্ষাবিদ ও ব্রাহ্ম সমাজের সদস্য হেরাম্ভ চন্দ্র মৈত্রের কন্যা নির্মল কুমারী কে 1933সালে বিয়ে করেন। তিনি বাংলার গর্ব তথা ভারতের গর্ব। তার অবদান বিজ্ঞানে ও সমাজ কল্যানে অনস্বীকার্য। ___________________________________________________ Translate in English:- Prashant Chandra Mahalanabish Prashant Chandra Mahalanabish was an India...