Posts

Showing posts from June, 2020

বিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহালনবীশ, Sciencest Prasanta chandr Mahalanbish

Image
প্রশান্ত চন্দ্র মহালনবীশ   প্রশান্ত চন্দ্র মহালনবীশ একজন ভারতীয় বিজ্ঞানী এবং পরিসংখ্যানবিদ ছিলেন।  জন্ম :- 29সে জুন 1893 সাল জন্ম স্থান :- বিক্রম পুর অধুনা বাংলাদেশ। মৃত্যু :- 28 সে জুন 1972 সাল শিক্ষা - ও বি ই, এফ এন এ, এফ এ এস সি, এফ আর এস। তিনি নৃবিজ্ঞানী  বিষয়ে অগ্রণী পড়াশুনো করেছিলেন। তিনি ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন এবং বড় আকারের জরিপের নকশায় অবদান রেখছিলেন। আর তার এই অবদানের জন্য তাকে ভারতে আধুনিক পরিসংখ্যানের জনক বলা হয়। তিনি 1980 সালে স্নাতক হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রেসিডেন্সি কলেজে যোগদান করেন। তিনি 1912 সালে পদার্থ বিজ্ঞানে অনার্স সহ বিজ্ঞানে  স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি শিক্ষাবিদ ও ব্রাহ্ম সমাজের সদস্য হেরাম্ভ চন্দ্র মৈত্রের কন্যা নির্মল কুমারী কে 1933সালে বিয়ে করেন।    তিনি বাংলার গর্ব তথা ভারতের গর্ব। তার অবদান বিজ্ঞানে ও সমাজ কল্যানে অনস্বীকার্য। ___________________________________________________ Translate in English:- Prashant Chandra Mahalanabish   Prashant Chandra Mahalanabish was an India...

গোপাল পাঁঠা, Gopal Pantha

Image
গোপাল পাঁঠা           চেনেন এনাকে ? কি বললেন, না। আপনার দোষ নয়। দোষ আমাদের ভাগ্যের। ভারতমাতার এই সুসন্তানের নাম গোপাল মুখার্জী ওরফে গোপাল পাঁঠা। এই নামের কারন মেডিকাল কলেজের উল্টোদিকে কলেজস্ট্রীটে তার একটি বুচার শপ বা পাঁঠা কাটার দোকান ছিল। এখনো আছে সেই দোকান। অনুকূল মুখার্জীর পাঁঠা কাটার দোকান। এই গোপাল মুখার্জী ছিলেন বলে আপনি আছেন, আমি আছি, হাওড়া ব্রিজ আছে, টালার ট্যাঙ্কি আছে, শিয়ালদা স্টেশন আছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে আর কলকাতায় বসে এক ইতিহাস অজ্ঞ হিন্দু মহিলা মাথায় হিজাব লাগিয়ে মাঝে মাঝে বড় বড় লেকচার দিতে পারছেন। কিভাবে ? পিছিয়ে যাব অনেক গুলো বছর। ১৯৪৬ সাল। অবিভক্ত বাংলা। দায়িত্ব পেয়েছে মুসলিম লিগ। মুখ্যমন্ত্রীর নাম সুরাবর্দী। তিনি জিন্নার লড়কে লেঙ্গে পাকিস্তানকে সাকসেস করার জন্য এক কঠিন ষড়যন্ত্র আঁটলেন। ডাইরেক্ট অ্যাকশন ডে - ১৬ আগস্ট ভোরবেলা মুসলমানেরা ধর্মতলা চৌরঙ্গীতে একত্রিত হলেন। শুরু হল হিন্দু কাটা। আল্লাহু আকবর শব্দে ভরে গেল চারিপাশ আর জ্বলতে থাকল হিন্দুদের সম্পত্তি। রাজাবাজারে স্কুলের সামনে চারটি মেয়েকে রেপ করে মেরে উলঙ্গ করে লটকে দ...

পঙ্গপাল, Grasshopper

Image
পঙ্গপাল     পঙ্গপাল একটি  ফড়িং জাতীয় পতঙ্গ। পঙ্গপালকে ঘাস ফড়িং ও বলে। এদের খাদ্য ঘাস ও ঘাস জাতীয় শস্য, তাই ফসলের খুব ক্ষতি করে ফলে চাষী ভাইরা খুব ক্ষতির সম্মুখীন হয়। প্রায় কম বেশি সব জায়গাতেই এই পঙ্গপাল দেখা যায় ও উপদ্রপ করে। ফসল বা শস্য খাওয়ার থেকে ক্ষতি করে বেশি। এবছর বাংলাদেশে পঙ্গপালের উপদ্রব অতিরিক্ত আকার ধারণ করে। এতো বেশি পঙ্গপাল ও এর উপদ্রব আগে কখনো দেখা যায়নি ।     বাংলাদেশের চাষী ভাইরা খুবই ক্ষতিগ্রস্ত হয়, এবং চিন্তার সম্মুখীন হন। আর্থিক অবস্থা খুব সঙ্কট জনক হয়। তবু তারা হল না ছেড়ে যথাসাধ্য চেষ্টা করে ঘুরে দাঁড়ানোর।     আমাদের দেশ ভারতবর্ষেও এই পঙ্গপালের উপদ্রব হয় তবে বাংলাদেশের থেকে অনেক কম। আপনাদের দেশের মধ্যে যে রাজ্যগুলিতে পঙ্গপালের উৎপাত সে রাজ্যগুলি হলো উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ প্রভৃতি । পশ্চিমবঙ্গের মেদিনীপুর, নাদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও বাঁকুড়া জেলায় পঙ্গপালের উপদ্রব দেখা যায়।    বিশেষজ্ঞরা বলছেন করোনার আবহে লাকডাউন হওয়ায় বায়ুমণ্ডল দূষণমুক্ত হওয়ায় পঙ্গপালের বংশ বিস্...

জগন্নাথ দেবের রথ যাত্রা, chariot rides of lords Jagannath

Image
রথ ও রথযাত্রা পুরীর জগন্নাথ দেবের পুজো অর্চনা হলো রথ উৎসব। ২৩ সে জুন এই বিশেষ উৎসবের দিন। জগন্নাথ দেব এই দিনটিতে তার মাসীর বাড়ি যাত্রা করেন। যার মাধ্যমে বা যে বাহনে করে যাত্রা বা গমন করেন সেইটি হলো রথ। প্রাচীন কালে বিশিষ্ট ব্যক্তিরা (রাজা মহারাজা এবং উচ্চ শ্রেণীর ব্যক্তি) বা দেব দেবীরা রথে চড়ে কোথাও যাওয়া আসা করতেন। জগন্নাথ দেবের এই রথে চড়ে মাসীর বাড়ি গমনকে তাই রথযাত্রা  বা রথ উৎসব বলে। পুরী ছাড়াও অন্যান্য স্থানে কম বেশি এই উৎসব অনুষ্ঠিত হয়। তবে এই বছর ২০২০ সালে শুধুই পুজো করা হয় পুরীর জগন্নাথ মন্দিরে । অন্যান্য জা়গায় ও এই রকম ভাবে উৎসব অনুষ্ঠিত হয়। কারণ করোনা ভাইরাস এর আবহে পুরো বিশ্ব তটস্থ। সোস্যাল ডিসটেন্স মানার জন্য এই ব্যাবস্থা করা হয়।   যাই হোক ভক্তরা ভক্তি শ্রদ্ধা করবেই , তাদের কোনো বাঁধাই আটকাতে পারবে না। কারণ ভক্তি লোক দেখানোর জন্য নয়, ভক্তি অন্তরে, হৃদয়ে। পুরীর জগন্নাথ দেবের পুজো অর্চনা হলো রথ উৎসব। ২৩ সে জুন এই বিশেষ উৎসবের দিন। জগন্নাথ দেব এই দিনটিতে তার মাসীর বাড়ি যাত্রা করেন। যার মাধ্যমে বা যে বাহনে করে যাত্রা বা গমন করেন সেইটি হলো রথ। প্রাচীন...

Father's day special

Image
বাবা      জীবনে যতই কঠিন সম্মুখীন হতে হয় না কেন, সবসময় তাঁর সন্তানকে রক্ষা করে একজন বাবা। বটবৃক্ষের মতো ছায়া ভালোবাসার ছাতা দিয়ে আগলে রাখে তাঁর সন্তানকে। জীবনের ভালো, মন্দ, সুখ, দুঃখের ঊর্ধ্বে গিয়ে  লড়াই করে সন্তানকে ভালো রাখবে বলে। নিজের স্বার্থ ত্যাগ করে ইচ্ছাগুলো বির্ষজন দিয়ে সুখ আনে পরিবারে। একজন ভালো বাবা সেই হতে পারে যার মধ্যে মায়া, মমতা, টান থাকে। সঙ্গে নিঃস্বার্থ ভালোবাসা, তা তো থাকেই। সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে যারা সন্তানের মতো করে বদলে ফেলতে পারেন, তারাও হয়ে ওঠেন একজন যোগ্য বাবা। আদর, স্নেহ, মমতার পাশাপাশি প্রয়োজনে কঠোর হয়ে একজন সৎ, দায়িত্ববান ব্যক্তিরাই হয়ে ওঠেন সেরা পিতা। যাই হোক কয়েকটি কথা বা শব্দ বলে বাবা সম্পর্কে বলা যায় না। বাবা বাবা ই তবু আমাদের হৃদয়ের আর্তিতে যতটুকু বলা যায়। আরেকটা বিষয় হলো সময় বদলাচ্ছে, তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে 'জেনারেশন গ্যাপ' একটি বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এই দূরত্ব এড়াতে হলে নিজের বাবাকে বর্তমান প্রজন্ম সম্পর্কে সম্যক জ্ঞান দিতে হবে। যাতে তাঁরা পিছিয়ে না পড়েন তাঁর দায়িত্ব সন্তানদেরই। প্রতিটি সন্তানের উচিত যেভাবে ব...

New day filling

Image
    নতুন দিন        সুন্দর একটা সকাল হবে নতুন একটা সূর্য উঠবে । স্নিগ্ধ আলোর মনোরম বাতাসে দিনটা শুরু হবে। তারপর ক্লান্তিহীন ভাবে আনন্দে দিনটা কাটবে। তারপর সুখই সুখ... Translate in English:- New day It will be a beautiful morning and a new sun will rise. The day will start in the pleasant breeze of soft light. Then you will spend the day in a tireless and happy way. Then happiness is happiness ... <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-4954924642538230" crossorigin="anonymous"></script>