Father's day special
বাবা
জীবনে যতই কঠিন সম্মুখীন হতে হয় না কেন, সবসময় তাঁর সন্তানকে রক্ষা করে একজন বাবা। বটবৃক্ষের মতো ছায়া ভালোবাসার ছাতা দিয়ে আগলে রাখে তাঁর সন্তানকে। জীবনের ভালো, মন্দ, সুখ, দুঃখের ঊর্ধ্বে গিয়ে লড়াই করে সন্তানকে ভালো রাখবে বলে। নিজের স্বার্থ ত্যাগ করে ইচ্ছাগুলো বির্ষজন দিয়ে সুখ আনে পরিবারে। একজন ভালো বাবা সেই হতে পারে যার মধ্যে মায়া, মমতা, টান থাকে। সঙ্গে নিঃস্বার্থ ভালোবাসা, তা তো থাকেই। সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে যারা সন্তানের মতো করে বদলে ফেলতে পারেন, তারাও হয়ে ওঠেন একজন যোগ্য বাবা। আদর, স্নেহ, মমতার পাশাপাশি প্রয়োজনে কঠোর হয়ে একজন সৎ, দায়িত্ববান ব্যক্তিরাই হয়ে ওঠেন সেরা পিতা।
যাই হোক কয়েকটি কথা বা শব্দ বলে বাবা সম্পর্কে বলা যায় না। বাবা বাবা ই তবু আমাদের হৃদয়ের আর্তিতে যতটুকু বলা যায়।
আরেকটা বিষয় হলো
সময় বদলাচ্ছে, তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে 'জেনারেশন গ্যাপ' একটি বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এই দূরত্ব এড়াতে হলে নিজের বাবাকে বর্তমান প্রজন্ম সম্পর্কে সম্যক জ্ঞান দিতে হবে। যাতে তাঁরা পিছিয়ে না পড়েন তাঁর দায়িত্ব সন্তানদেরই। প্রতিটি সন্তানের উচিত যেভাবে বাবারা তাদের সর্বস্ব দিয়ে ছোট থেকে বড় করেছেন ঠিক সেভাবেই সন্তানদেরও নিজেদের সর্বস্ব দিয়ে পিতার খেয়াল রাখা। শুধু 21 সে জুন ই পিতৃ দিবস যেন না হয়। প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত পিতৃ দিবস করবো এই প্রতিজ্ঞা করবো, তাই প্রতিটি দিন হোক পিতাদের জন্য।
Translate in English
A father always protects his child, no matter how hard he struggles in life. The shadow like a banyan tree protects his child with the umbrella of love. He goes beyond the good, bad, happiness and sorrow of life and fights to keep the child well. Leaving one's own interests and desires bring happiness to the family. A good father can be one who has love, affection and tension. With selfless love, it is there. As the child grows older, those who can transform themselves into children become capable parents. The best father is an honest, responsible person who is strict in need as well as caress, affection and compassion.
However, a few words or phrases cannot be said about parents. Baba Baba is still as much as we can say in our heart's desire.
Another thing is
Times are changing, so keeping pace with the times, 'Generation Gap' is becoming a big issue. To avoid this distance, one has to give one's father a thorough knowledge of the present generation. So that they do not fall behind, his responsibility is on the children. Every child should take care of his father in the same way that fathers have taken care of their children with all their belongings. Only 21st June should not be Father's Day. I promise to make Father's Day every moment of every day, so let every day be for fathers.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-4954924642538230"
crossorigin="anonymous"></script>
Comments
Post a Comment