জগন্নাথ দেবের রথ যাত্রা, chariot rides of lords Jagannath

রথ ও রথযাত্রা

পুরীর জগন্নাথ দেবের পুজো অর্চনা হলো রথ উৎসব। ২৩ সে জুন এই বিশেষ উৎসবের দিন। জগন্নাথ দেব এই দিনটিতে তার মাসীর বাড়ি যাত্রা করেন। যার মাধ্যমে বা যে বাহনে করে যাত্রা বা গমন করেন সেইটি হলো রথ। প্রাচীন কালে বিশিষ্ট ব্যক্তিরা (রাজা মহারাজা এবং উচ্চ শ্রেণীর ব্যক্তি) বা দেব দেবীরা রথে চড়ে কোথাও যাওয়া আসা করতেন। জগন্নাথ দেবের এই রথে চড়ে মাসীর বাড়ি গমনকে তাই রথযাত্রা  বা রথ উৎসব বলে।
পুরী ছাড়াও অন্যান্য স্থানে কম বেশি এই উৎসব অনুষ্ঠিত হয়। তবে এই বছর ২০২০ সালে শুধুই পুজো করা হয় পুরীর জগন্নাথ মন্দিরে । অন্যান্য জা়গায় ও এই রকম ভাবে উৎসব অনুষ্ঠিত হয়। কারণ করোনা ভাইরাস এর আবহে পুরো বিশ্ব তটস্থ। সোস্যাল ডিসটেন্স মানার জন্য এই ব্যাবস্থা করা হয়। 
 যাই হোক ভক্তরা ভক্তি শ্রদ্ধা করবেই , তাদের কোনো বাঁধাই আটকাতে পারবে না। কারণ ভক্তি লোক দেখানোর জন্য নয়, ভক্তি অন্তরে, হৃদয়ে।

পুরীর জগন্নাথ দেবের পুজো অর্চনা হলো রথ উৎসব। ২৩ সে জুন এই বিশেষ উৎসবের দিন। জগন্নাথ দেব এই দিনটিতে তার মাসীর বাড়ি যাত্রা করেন। যার মাধ্যমে বা যে বাহনে করে যাত্রা বা গমন করেন সেইটি হলো রথ। প্রাচীন কালে বিশিষ্ট ব্যক্তিরা (রাজা মহারাজা এবং উচ্চ শ্রেণীর ব্যক্তি) বা দেব দেবীরা রথে চড়ে কোথাও যাওয়া আসা করতেন। জগন্নাথ দেবের এই রথে চড়ে মাসীর বাড়ি গমনকে তাই রথযাত্রা  বা রথ উৎসব বলে।
পুরী ছাড়াও অন্যান্য স্থানে কম বেশি এই উৎসব অনুষ্ঠিত হয়। তবে এই বছর ২০২০ সালে শুধুই পুজো করা হয় পুরীর জগন্নাথ মন্দিরে । অন্যান্য জা়গায় ও এই রকম ভাবে উৎসব অনুষ্ঠিত হয়। কারণ করোনা ভাইরাস এর আবহে পুরো বিশ্ব তটস্থ। সোস্যাল ডিসটেন্স মানার জন্য এই ব্যাবস্থা করা হয়। 
 যাই হোক ভক্তরা ভক্তি শ্রদ্ধা করবেই , তাদের কোনো বাঁধাই আটকাতে পারবে না। কারণ ভক্তি লোক দেখানোর জন্য নয়, ভক্তি অন্তরে, হৃদয়ে।




# Translate in English:-

Chariots and chariot rides

Worship of Jagannath Deva of Puri is a chariot festival. June 23 is the day of this special festival. Jagannath Dev traveled to his aunt's house on this day. The chariot is the vehicle through which you travel. In ancient times, prominent people (kings, maharajas and high class people) or gods and goddesses used to come and go in chariots. Going to Aunty's house in this chariot of Jagannath Devi is therefore called Rath Yatra or Rath Utsav.
This festival is more or less held in other places besides Puri. However, this year in 2020 only worship is done in Jagannath temple in Puri. Festivals are held in other places as well. Because the whole world is exposed to the corona virus. This arrangement is made to observe social distance.
 However, the devotees will respect the devotion, no obstacle can stop them. Because devotion is not for showing people, devotion is in the heart.




<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-4954924642538230"
     crossorigin="anonymous"></script>

Comments

Post a Comment

Popular posts from this blog

বৃক্ষ রোপন পদ্ধতি

আসানসোল এলাকার কালী পূজা

চাকরি করা ছেলে ও মেয়ের বাবা মা