শ্রীমদ্ভগবদগীতা বা গীতা-মাহাত্ম্য-Gita-Mahatto
গীতা-মাহাত্ম্য-Gita-Mahatto
পর্ব - ১
শ্রীমদ্ভগবদগীতা বা গীতা কি, কেন গীতা পাঠ করব , কিইবা লাভ হবে গীতা পড়ে।
শ্রীমদ্ভগবদগীতা বা গীতা একটি ধর্ম গ্রন্থ । শুধুই ধর্মগ্রন্থ ই নয় একটি উচ্চ শ্রেণীর শিক্ষা মূলক গ্রন্থ।
গীতাশাস্ত্রমিদং পুণ্যং যঃ পঠেৎ প্রযতঃ পুমান্।।১।।
ভগবদগীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে, অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়।
অর্থাৎ ভাগবত গীতার প্রকৃত অর্থ বুঝে, সেই মতো জীবনে প্রয়োগ করলে আমাদের জীবন সহজ সরল ভাবে সুস্থ ও যেকোনো দুঃখ কষ্ট থেকে বিরত থাকবে। আর আমাদের ইচ্ছা আকাঙ্খা সহজেই পূর্ণ করতে পারব।
গীতাধ্যায়নশীলস্য প্রাণায়মপরস্য চ।
নৈব সন্তি হি পাপানি পূ্র্বজন্মকৃতানি চ।।২।।
“কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদগীতা পাঠ করে, তা হলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না।”
অর্থাৎ যদি আমরা গীতা মনোযোগ দিয়ে পাঠ করি এবং তার গুড়র্থ বুঝতে পারি ও জীবনে প্রয়োগ করি তবে আমরা আমাদের পূর্বের পাপ বোধ নিজেই বুঝতে পারব। তার ফলে আমারা আমাদের পরবর্তী কর্মের মাধ্যমে সেই পাপ মুক্ত করতে পারব।
মলিনে মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে।
সকৃদ্ গীতামৃতস্নানং সংসারমলনাশনম্।।
“প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদগীতার গঙ্গাজলে একটি বারও স্নান করে, তা হলে জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়।”
অর্থাৎ যদি আমরা নিয়মিত গীতা পাঠ করি তবে গীতা পাঠে আমাদের যে জ্ঞান লাভ হবে তার ফলে আমাদের মান পরিষ্কার হয়ে বিশুদ্ধ হবে। যেমন গঙ্গা জলে স্নান করলে আমাদের শরীর পরিষ্কার হয় তেমনি। শুদ্ধ মনে গীতা পাঠে জীবনের মনের জড়তা কেটে যায়। মনে শান্তি আসে। জীবনের গতি ফিরে আসে।
* গীতার প্রকৃত অর্থ না বুঝে পড়া বা পড়ে জীবনে প্র্য়োগ না করলে গীতা পাঠ বৃথা। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন " গীতা পাঠের চাইতে ফুটবল খেলা অনেক ভালো" ।
---------------------------------------------------------------------
Translate in English
Gita-Mahatto
Chapter-1,
What is Srimadbhagavad Gita or Gita, why should I read Gita, what will be the benefit of reading Gita.
Srimad-Bhagavatam Gita or Gita is a scripture. Not just a scripture but a high class educational text.
Gitashastramidang punyang yah pathet prayatah puman..1.
By following the instructions of the Bhagavad Gita properly, one can easily get rid of all fears and anxieties. In this life, without fear and grief, Chinmoy Swarup can be achieved in the next life.
In other words, if we understand the real meaning of the Bhagavad Gita and apply it in our life, our life will be healthy in a simple way and we will be free from any sorrow. And we can easily fulfill our desires.
Gitadhyayanasilasya pranayamparasya f.
Naib santi hi papani purvajanmakratani ch.2.
"If one reads the Bhagavad Gita sincerely and very seriously, then by the grace of God the consequences of all his past sins do not affect him."
That is, if we read the Gita attentively and understand its essence and apply it in life, we will be able to understand our previous sense of guilt. As a result, we can get rid of that sin through our next action.
Moline mochanang punsang jalsnanang day by day.
Sakrid gitamrtasnanang sansarmalnasanam.
"People can purify themselves by bathing in water every day, but if one bathes even once in the Ganges of the Bhagavad Gita, then the filth of inanimate life is completely destroyed."
That is, if we recite the Gita regularly, the knowledge we gain from reciting the Gita will make our values clear and pure. Just as bathing in the Ganges water cleanses our body. Reading the Gita in a pure mind cuts off the inertia of the mind of life. Peace comes to mind. The pace of life returns.
If you do not understand the true meaning of the Gita or do not read it and apply it in your life, then reading the Gita is useless. So Swami Vivekananda said, "Playing football is much better than reading the Gita.
** If you do not understand the true meaning of the Gita or do not read it and apply it in your life, then reading the Gita is useless. So Swami Vivekananda said, "Playing football is much better than reading the Gita".
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-4954924642538230"
crossorigin="anonymous"></script>
Khub sundar.
ReplyDelete