শাড়ি ভান্ডার ও নারী কথা
পুরুষদের অভিযোগ
মহিলাদের তর্কের উত্তর সর্বদা মুখের ডগায়।
" আলমারি ভর্তি শ'য়ে শ'য়ে শাড়ী কিন্তু পরার সময় মেয়েরা বলে ...উফফ কি যে পরি, শাড়ীই তো নেই। "
আজ আমি এই বিষয়টা নিয়ে কথা বলব আর বুঝিয়ে দেব ভারতীয় নারীরা কেন এমন করে ?
1. প্রথমত মেয়েরা সুন্দর থাকতে ভালবাসে।
2. একই কাপড় মাসের পর মাস পরে না কারণ ওরা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে ভালবাসে।
3. মেয়েরা মনোটনি পছন্দ করে না। ওরা বিভিন্ন রঙের শাড়ী পছন্দ করে, বিভিন্ন মেটেরিয়ালের শাড়ী পছন্দ করে, বিভিন্ন ডিজাইন পরতে ভালবাসে, বিভিন্ন প্রদেশের শাড়ী পরে ওরা ভারতবর্ষের ঐতিহ্যকে সম্মান দেখায়। ওরা বিদেশী শাড়ীকে বিশেষ সম্মান দেয় যেমন..বাংলাদেশের শাড়ী।
4. মেয়েরা ঋতু বুঝে শাড়ী পরে। যেমন গরমে সুতির শাড়ী। শীতে সিল্কের শাড়ী।
5. ওরা ঋতু দেখে বিভিন্ন রঙের শাড়ীও পরে। যেমন গরমে হালকা রঙ..শীতে গাঢ় রঙ।
6. মেয়েদের দিন রাতের জ্ঞান আছে। সকালে কি শাড়ী পরতে হয় ওরা জানে, দুপুরের গনগনে রৌদ্রে কি পরলে আরাম হয় জানে আর রাতে একটু জমকালো পরলে যে স্টাইলিস লাগে এটা ওরা জানে।
7.মেয়েরা অনুষ্ঠান উপযোগী শাড়ী পরে... যেমন বিয়েবাড়ীতে বেনারসী, বিবাহ বার্ষিকীতে তসর, জন্মদিনে ক্রেপ আবার শ্রাদ্ধবাড়ীতে সিম্পল হাইঅ্যান্ড তাঁত। সিনেমা দেখতে গেলে সিল্কের শাড়ী, মলে সিফন আবার মাছের বাজারে ছাপা শাড়ী। বাড়ীতে ন্যাতা ।
8. কিছু শাড়ী আলমারিতে থাকে যেগুলো পরাও যায়না আবার ফেলাও যায় না। যেমন মামাশ্বশুর কি খুড়ীশাশুড়ী এমন একখানা শাড়ী দিলেন যে যেটা ধরো পরা অসম্ভব । কিন্ত ওনাদের সম্মানার্থে শাড়ীগুলো সাজিয়ে রেখে দিতে হয় আর সেগুলো দেখে অভিযোগকারীরা ভাবে এই তো কত শাড়ী।
9. কিছু পুরোনো শাড়ী থাকে যার ব্লাউজ নেই..মানে আছে কিন্তু নেই এর মতন। মানে ফিট করছে না। প্রকৃতির নিয়মে বা সংসারের চাপে মেয়েরা একটু মোটা মতো হয়ে যায় সেটা সবাই জানে। ফিচেল হাসির দরকার নেই এখানে। ( অভিযোগকারীরা যে যার পেটের দিকে দৃষ্টি আকর্ষণ করুন )।
10. নারীরা নিজের স্বামীর সম্মান রক্ষার্থে বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলোতে বারে বারে একই শাড়ী পরে যায় না। যেমন দেওরের বিয়েতে যে বেনারসীটা পরেছে সেটা ননদের বৌভাতে পরবে না বা কোন অফিসিয়াল পার্টিতে পরা শাড়ীটা পরের পার্টিতে পরতে চায় না...এটা শুধু স্বামীর সম্মান বাঁচাতে করে...এর পেছনে আর কোন গূঢ় কারণ নেই।
আমি অভিযোগকারীদের অনুরোধ করব ওপরের দশটা পয়েন্ট যেন ওরা ভাল মতো দেখে নিয়ে বিচার করে । একজন নারীর আলমারির সামনে দাঁড়িয়ে কতোটা অঙ্ক কষতে হয়, কতটা মানসিক চাপের মধ্যে তাকে থাকতে হয় সেটা খেয়াল করতে অনুরোধ করছি।
উপরোক্ত পয়েন্টগুলোর জন্য একটা নারীর কত শত শত সংখ্যক শাড়ীর প্রয়োজন সেটা আশাকরি ওদের কাছে আজকে জলের মতো পরিষ্কার হয়ে গেছে ।
আমি আশা করবো এই পোস্টের পর
শাড়ী সংক্রান্ত ব্যাপারে কোন নারীকে যেন আর বিদ্রুপাত্মক মন্তব্য শোনানো না হয়।
collected
এর প্রতিউত্তরে অনেক কিছু বলা যায়। তবে কয়েকটি কথায় বলে শেষ করছি।
১. আলমারি ভর্তি শাড়ি রাখলেই সুন্দর থাকা যায়! তাছাড়া সুন্দর থাকা যায় না। এটাই মেয়েরা মনে করেন।
২. একই কাপড় মাসের পর মাস পরতে পারে না কারণ মেয়েরা কাপড় ধুয়ে রাখে না।
৩. বিভিন্ন রকম শাড়ি পরতে ভালোবাসে ও বিভিন্ন প্রদেশের শাড়ি পরতে ভালোবাসে বলে আলমারি ভর্তি শাড়ি রাখা আযুক্তিক।
৪. ঋতু বুঝে শাড়ির ধরণ ও বিভিন্ন রঙের শাড়ি পরা মানেই গাদা গাদা শাড়ি রাখার মানে হয় না। চার পাঁচ রকম শাড়িই যথেষ্ঠ।
Translate in English
Men complain
The answer to women's arguments is always at the tip of the iceberg.
"There are hundreds of sarees in the cupboard, but when they wear them, the girls say ... Oops, what are you wearing, there are no sarees." Today I will talk about this and explain why Indian women do that. 1. First of all girls love to be beautiful.
2. Do not wear the same clothes month after month because they love to wear clean clothes.
3. Girls don't like monotony. They like sarees of different colors, they like sarees of different materials, they love to wear different designs, they respect the traditions of India after wearing sarees of different provinces. They give special respect to foreign sarees like .. sarees of Bangladesh.
4. Girls understand the season after wearing sari. Such as cotton sari in summer. Silk sari in winter.
5. They also wear sari of different colors depending on the season. Such as light color in summer..dark color in winter.
6. Girls have knowledge of day and night. They know what sari to wear in the morning, they know what to wear in the hot sun in the afternoon, and they know the stylishness of wearing a little glitter at night.
7. Girls wear sarees suitable for ceremonies ... such as benarasi at weddings, tasar on wedding anniversaries, crepe on birthdays and simple high end weaving at shraddhabari. When you go to see a movie, silk sari, mall chiffon and sari printed in the fish market. Bath at home.
8. There are some sarees in the cupboard which cannot be worn or thrown away. For example, did the mother-in-law or the aunt-in-law give a sari that is impossible to wear. But the sarees have to be arranged in their honor and the complainants think how many sarees this is.
9. There are some old saris which do not have a blouse. I mean, it doesn't fit. Everyone knows that according to the laws of nature or the pressure of the world, girls become a little fat. There is no need to laugh. (Complainants draw attention to that whose stomach).
10. Women do not wear the same sari again and again in special occasions to protect the honor of their husbands. For example, the benarasita worn at Deor's wedding will not be worn by the nuns or the sari worn at an official party does not want to be worn at the next party ... It is only to save the honor of the husband ... There is no secret reason behind this.
I would request the complainants to judge the above ten points as they see fit. I am requesting you to notice how much money a woman has to spend standing in front of her cupboard, how much stress she has to be under.
How many hundreds of sarees a woman needs for the above points is hopefully clear to them today.
I hope so after this post No woman should be allowed to make sarcastic remarks about sarees.
A lot can be said in response to this. But I will end by saying a few words.
1. If you keep a cupboard full of sari, you can stay beautiful! Moreover, it is not possible to be beautiful. That's what girls think.
2. The same clothes cannot be worn month after month because the girls do not wash the clothes.
3. It is reasonable to keep sari in the cupboard as one loves to wear different types of sari and loves to wear sari of different provinces.
4. Understanding the season, the type of sari and wearing sari of different colors does not mean keeping sari in piles. Four or five types of saris are enough.
Comments
Post a Comment