Horlicks, Complan - এর ভুল তথ্য

      Horlicks, Complan - এর ভুল তথ্য ।

       ছবি ও লেখা সংগৃহীত ।।



২০০৮ সালের কথা। হরলিক্স এর “টলার,স্টংগার, শার্পার” বিজ্ঞাপন চরম তুঙ্গে। একি হরলিক্স এর বিজ্ঞাপন প্রচার করছিল নেপালী এক চ্যানেল। নেপালী সেই চ্যানেল ব্রডকাস্ট হচ্ছিল লন্ডনের কিছু নেপালী পাড়ায়।  লন্ডনের এক এডভোকেট তো সেই বিজ্ঞাপন দেখে আকাশ থেকে পড়লেন। কারন যুক্তরাজ্যে “Sleeping aid pill" হিসেবে খাওয়ানো হয় হরলিক্স মল্টেড দুধকে। সেটা কিভাবে টলার স্ট্রংগার শার্পার করে সেটা জানতে আইনী নোটিশ পাঠিয়ে দেন। মিথ্যা বিজ্ঞাপন প্রচার করায় হরলিক্সের বিজ্ঞাপন নিষিদ্ধ করে যুক্তরাজ্যের বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা এএসএ।


তারা তখন মস্করা করেই বলেছিল- “দক্ষিন এশিয়ানরাই এই সব জিনিস খাবার হিসেবে খাবে”। তাই হচ্ছে আজকাল আমাদের দেশে । 


আমাদের দৈনিক খাবারের আইডিয়াল মেনু কে “RDA” বলে। আর ব্যালেন্সড ডায়েট হইতে যা যা লাগে তার খুব সামান্যই আছে এইসব খাবারে। আসল কথা হলো- হরলিক্স অথবা কমপ্লান এর মত খাবার US FDA এপ্রুভড না। তবুও সবাই খাচ্ছে মুড়ির মত। আর বিজ্ঞাপনের প্যাচে পড়ে – "সব পুষ্টি গুনের আশায় ভাত মাছ বাদ দিয়া হরলিক্স আর কমপ্লান নিয়া পইড়া থাকে মায়েরা"। 


বিজ্ঞাপনের আন্টির ডায়লগটা শুনলেই মেজাজ গরম হয়- "যত বার দুধ, ততবার হরলিক্স".  


“বর্নভিটা” নামক আরেক দুধ কোম্পানী দাবী করে – তাদের দুধে দৈনিক চাহিদার ৪০% ভাগ প্রোটিন চাহিদা পুরণ করে। অথচ তাদেরি ফাইন প্রিন্টে লেখা আছে বর্নভিটার দুধে খুব সামান্যই প্রোটিন আছে। নিজেরাই নিজেদের কথার বিরোধী। 


হরলিক্স এবং কমপ্লান দুইটা কোম্পানীই দাবী করে তাদের দুধে সুষম পরিমানে  প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে। কিন্তু কমপ্লানে প্রতি ১০০ গ্রামে এদের পরিমান যথাক্রমে ১৮ গ্রাম, ৬২ গ্রাম, ১১ গ্রাম, ৮০০ মিগ্রা ও  ৭৮০ মিগ্রা। আর সেখানে হরলিক্সে প্রতি ১০০ গ্রামে এদের পরিমান যথাক্রমে – ১১ গ্রাম, ১৪ গ্রাম, ২ গ্রাম , ৭৪১ মিগ্রা ও ২৮০ মিগ্রা। এদের তুলনায়  বর্নভিটা ও বুস্টে এদের পরিমান অনেক কম থাকে। তাহলে এখন বলুন কোনটা আসলে সুষম। দামের হিসাবে কিন্তু সবাই একই সমান প্রায়। 


সুতরাং আপনার শিশুর পুষ্টি চাহিদা ডায়েটিশিয়ানের কাছে গিয়ে করুন। বিজ্ঞাপনে মুগ্ধ হয়ে ভুল বুঝে না। 


জুনিয়র হরলিক্সে কী পরিমাণ ডিএইচএ আছে, তা পরীক্ষা করে দেখেন BCSIR এর বিজ্ঞানীরা। প্রতিবেদনটি বলছে-" ইলিশের প্রতি ৪০ গ্রামে ১০ গ্রাম তেল পাওয়া যায়। যার মধ্যে ডিএইচএ ছিল ৫৭ মিলি গ্রাম।একই পরিমাণ ‘নিউ জুনিয়র হরলিক্স উইথ ডিএইচএ’ তে শূন্য দশমিক ৫৫ গ্রাম তেল পাওয়া গেলেও কোনো ডিএইচএ পাননি গবেষকরা"।


এখানে উল্লেখ্য - ডিএইচএ সমৃদ্ধ খাবার খেলে মস্তিষ্ক, ত্বক এবং চোখের রেটিনার গঠন সুদৃঢ় হয়।”  DHA- DecosaHexanoic Acid.. ডিএইচএ একটি ওমেগা-৩ প্রাইমারি অ্যামিনো এসিড। 


যাই হোক- জীবনের প্রথম ৬ মাস মায়ের দুধের কোনো বিকল্প নাই। কিন্তু বছরের পর বছর যদি বাচ্চাকে সাপ্লিমেন্টারি ফুড না দিয়ে দুধের উপর নির্ভরশীল করে ফেলেন , তাহলে “মিল্ক ইঞ্জুরি” নামক রোগের শিকার হতে পারে আপনার বাচ্চা। সেই বাচ্চা ফোলাফাঁপা থাকবে (edematous) প্রোটিনের অভাবে। কিন্তু ভিতর দিয়া সব ধরনের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে ভুগবে। তখন কোথায় "টলার স্ট্রংগার শার্পার"!


তখন বাচ্চাকে বলবে- "ফ্যাটার, উইকিয়ার, লুজার" (Fatter, Weaker, Looser). 


বিজ্ঞাপন মানুষের মাথায় ভুত হিসেবে ঢুকছে। আপনার বিবেচনাও বিবেককে নষ্ট করে দিচ্ছে। সচেতন হোন নিজের জন্য। নিজের সন্তানের জন্য।


সংগৃহীত ।


Translate in English

     

Speaking of 2006. Horlicks' "Tuller, Stunger, Sharper" ad is at its peak. The same Horlicks advertisement was being aired on a Nepali channel. Nepali That channel was broadcast in some Nepali neighborhoods of London. An advocate from London saw the advertisement and fell from the sky.Because in the UK, Horlicks malted milk is fed as a "sleeping aid pill."He sent a legal notice to find out how Toller Stronger sharpened it. The UK's advertising regulator, ASA, has banned Horlicks ads for spreading false advertising.

             They then jokingly said, "South Asians will eat all these things as food." That is what is happening in our country nowadays.

        The ideal menu of our daily food is called "RDA". And there's very little in the way of a balanced diet. The fact is that foods like Horlicks or Complan are not US FDA approved. Yet everyone is eating like a turnip. And in the patch of the advertisement - "Mothers are left with Horlicks and Complan except rice and fish in the hope of getting all the nutrients".

          Listening to Aunty's dialogue in the ad warms the mood - "The more milk, the more Horlicks".

         Another dairy company, Bornvita, claims that their milk meets 40% of the daily protein requirement. However, it is written in their fine print that there is very little protein in Bernvita milk. They are against their own words.

          Horlicks and Complan both claim that their milk contains a balanced amount of protein, carbohydrates, fats, calcium and phosphorus. But for every 100 grams in Complan, their amount is 18 grams, 72 grams, 11 grams, 600 mg and 60 mg respectively. There are 11 grams, 14 grams, 2 grams, 641 mg and 260 mg per 100 grams in Horlicks, respectively. They are much smaller in Bornvita and Boost than they are. So now tell me which one is actually balanced. But everyone is almost the same as the price.

     So go to your dietitian for your baby's nutritional needs. Fascinated by advertising, do not misunderstand.

       Scientists at BCSIR examined the amount of DHA in Junior Horlicks. The report says: "10 grams of oil is found in every 40 grams of hilsa, of which DHA was 56 milligrams. The same amount of oil was found in New Junior Horlicks with DHA, but the researchers did not find any DHA."

       It's important to note that eating foods rich in DHA strengthens the structure of the brain, skin and retina of the eye. " DHA- DecosaHexanoic Acid .. DHA is an omega-3 primary amino acid.

       In any case, there is no alternative to breast milk for the first 6 months of life. But year after year, if you make your baby dependent on milk instead of supplementary food, your baby may suffer from a disease called "milk injury". That baby will be edematous due to lack of protein. But inside you will suffer from all kinds of nutritional deficiencies. Then where is "Taller Stronger Sharper"!

           Then say to the child - "Fatter, Weaker, Looser" (Fatter, Weaker, Looser). Advertising is entering people's minds as ghosts. Your consideration is also destroying the conscience. Be aware for yourself. For your own child.









Comments

Popular posts from this blog

বৃক্ষ রোপন পদ্ধতি

আসানসোল এলাকার কালী পূজা

চাকরি করা ছেলে ও মেয়ের বাবা মা