বাংলায় রঙিন পাহাড়

 

ঝাড়গ্রাম, ভারতবর্ষের পশ্চিম বঙ্গের বীরভূম জেলায় রঙিন পাহাড়ের সন্ধান।

এবার রঙিন পাহাড়ের স্বাদ আমাদের বাংলাতেও।


     ভ্রমণ পিপাসুদের আর গ্যাটের টাকা খরচ করে বিদেশে গিয়ে রঙিন পাহাড় দেখতে যেতে হবে না। রঙিন পাহাড় দেখার স্বপ্ন পূরণ হবে এই বাঙলাতেই। অস্ট্রেলিয়ার মতো "রঙিন পাহাড়"এবার ঝাড়গ্রামে। এতদিন এই জায়গাটি খুব কসংখ্যক মানুষ জানত। এমনকি পর্যটকরাও এই জায়গাটির সন্ধান পায়নি। তাই সাধারণ মানুষের কাছে জায়গাটি অধরা থেকে গিয়েছিল। জঙ্গলের ভেতর একটি বিস্তির্ণ পাহাড় রয়েছে। যে পাহাড়টি রঙিন পাথরে মোড়া। দেখতে যেন অপূর্ব সুন্দর রহস্য লুকিয়ে আছে।

     এই রঙিন পাহাড়টি বিভিন্ন রঙে রঙিন। ধূসর, লাল, সাদা হলুদ প্রভৃতি রঙে সজ্জিত। মন জুড়ানো এই দৃশ্য। জঙ্গল ঘেরা এই পাহাড় একদিকে জঙ্গলের স্বাদ, অপর দিকে পাহাড় তথা রঙিন পাহাড় দেখার অনুভুতি পাওয়া যায়। 

      অবাক করা কান্ড। এতদিন পর্যটকদের কাছে এই জায়গাটি ছিল অচেনা। কিন্তু সম্প্রতি সোস্যাল মিডিয়া মারফত এর হদিশ পায় পর্যটন প্রেমীরা। এর কৃতিত্ব অবশ্যই ওদলচুয়ার বাসিন্দা রাজেশ মাহাতোর। ঝাড়গ্রামের বেলপাহাড়ি ব্লকে নতুন এই জায়গার হদিশ দেন তিনি। মেদিনীপুরে থেকে মেডিক্যালর জন্য প্রস্তুতি নেওয়ার অবকাশে বেলপাহাড়ির আশেপাশে ঘোরার সময় ওদলচুয়ার গ্রামে পথ পেরিয়ে ঘন জঙ্গলের কয়েক শো মিটার ভিতরে তিনি সন্ধান পান এই রঙিন পাহাড়ের। যা স্থানীয় অধিবাসীদের কাছে খাদান ডুংরি নামে পরিচিত। বাহারি রংয়ের পাথরের গায়ে সূর্যের আলো পড়লে লাল সাদা হলুদ গোলাপি রংয়ের এক ঔজ্জ্বল্য ঠিকরে বেরিয়ে আসছে। পরে রাজেশ ইনটারনেট খুঁজে জানতে পারেন অস্ট্রেলিয়ার উলুরু পাহাড়ের কাহিনি।

      অস্ট্রেলিয়ার উলুরু পাহাড় রঙিন সৌন্দর্য,  যেখানে পাহাড়ের উপর সূর্যের আলো পড়লে পাহাড়ের রং পরিবর্তন হয়। সূর্যের আলোয় পাহাড়ের পাথর বিভিন্ন রঙে রঙিন হয়ে যায়। রোদের সোনালী ছোটায় পাহাড় রং বেরংয়ের দেখায়। পাহাড়ের পাথরে সূর্যের আলো পড়লে , আলোর প্রতিচ্ছবি পাহাড়ের পাথর গুলিকে অপুর ত সুন্দর রঙে রঙিন করে দেয়। তবে বাংলার ঝাড়গ্রামের বেলপাহাড়ির  খাদান ডুংরি রঙিন পাথর দিয়েই তৈরি। তাই এই পাহাড়টির নাম রঙিন পাহাড় নামে পরিচিত।

     পর্যটকপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের কাছে এই রঙিন পাহাড় একটা অন্য অনুভূতি ও মাত্রা নেবে। তাদের দৃষ্টি আকর্ষণ হলেই এই জায়গাটি পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। তার ফলে এই এলাকার মানুষ একটা নতুন জীবিকার সন্ধান পাবে। এই সৌন্দর্য অরো বৃদ্ধি পাক। আরও বেশি বেশি করে জনগণের কাছে পৌঁছে যাক। প্রকৃতি প্রেমী দের দৃষ্টি আকর্ষন হোক। খাদান ডুংরি তথা বাংলার( ঝাড়গ্রামের) মহাত্য বাড়ুক।

       এই অপূর্ব জায়গাটি এখন পর্যন্ত পর্যটক প্রেমী এবং পর্যটন ব্যবসায়ীদের কাছে অজানা। মনে হয় এবার ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি অচিরেই পর্যটন মানচিত্রে এখানকার আরো অনেক মনোমুগ্ধকর জায়গার সাথে স্থায়ী জায়গা করে নেবে। এর জন্য রাজেশ মাহাতোকে কৃতিত্ব দিতেই হবে।

   আসুন চলুন একবার ঘুরে আসি এই রঙিন পাহাড়। আমাদের হাতের নাগালেই রয়েছে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ বেলপাহাড়ির খাদান ডুংরি ।

        


তথ্যসূত্র-- এইসময় দৈনিক পত্রিকা। ২৷১৷২২

ছবিগুলো নেট থেকে সংগৃহীত।

Translate in English


   Jhargram, the discovery of colorful hills in the Birbhum district of West Bengal, India.

  This time the taste of colorful mountains is also in our Bengal.

   Travel thirsty people don't have to go abroad to see the colorful mountains at the expense of GATT money. The dream of seeing colorful mountains will be fulfilled in this Bangla. The "colorful hills" like Australia are now in Jhargram. So many people have known this place for so long. Even tourists have not found this place. So the place remained elusive to the common people. There is a vast hill inside the forest. That hill is covered with colored stones. It looks like a beautiful secret is hidden.

     This colorful hill is colored in different colors. Decorated in colors like gray, red, white, yellow etc. This mind blowing scene. Surrounded by jungle, this hill has the taste of jungle on one side and the feeling of seeing hills and colorful hills on the other side.

      Surprised stems. This place has been unknown to tourists for so long. But recently, tourism lovers got the news through social media. The credit for this must go to Rajesh Mahator, a resident of Odalchua. He gave the location of this new place in Belpahari block of Jhargram. While wandering around Belpahari from Medinipur in preparation for medical treatment, he crossed the road to Odalchua village and found this colorful hill within a few hundred meters of dense forest. Which is known to the locals as Khadan Dungri. When the sun shines on the colored stones, a bright red, white, yellow and pink color is coming out. Later Rajesh can find the story of Uluru Mountain in Australia by searching the internet.

         The Uluru Mountains of Australia are a colorful beauty, where the colors of the mountains change when the sun shines on them. In the sunlight, the rocks of the mountains become colored in different colors. The golden color of the sun makes the mountains look colorful. When the sun shines on the rocks of the mountains, the reflection of the light colors the rocks of the mountains in a very beautiful color. However, the dunes of Belpahari in Jhargram of Bengal are made of colored stones. That is why this hill is known as Rangin Pahar.

        For tourists and those who are thirsty for travel, this colorful mountain will take on a different feeling and dimension. This place will become a tourist center only if it attracts their attention. As a result, the people of this area will find a new livelihood. This beauty grows even more. Let's reach out to the people more and more. Let the attention of nature lovers be drawn. Khadan Dungri i.e. the greatness of Bengal (Jhargram).

      This magnificent place is still unknown to tourists and travelers. It seems that this time Jhargram and Belpahari will soon become permanent places on the tourist map along with many other fascinating places here. We have to give credit to Rajesh Mahato for this.

      Let's take a tour of this colorful hill. We have within our reach this beautiful natural environment of Belpahari Khadan Dungri.

     








Comments

Popular posts from this blog

বৃক্ষ রোপন পদ্ধতি

আসানসোল এলাকার কালী পূজা

চাকরি করা ছেলে ও মেয়ের বাবা মা