করোনা ও আমরা
করোনা ও আমরা
আমরা কি আমাদের অস্তিত্ব ভুলে যাচ্ছি? উত্তরটি কেউ বলতে পারবে না। কারণ আমরা নিজেদের থেকে অনেক দূরে সরে এসেছি। আমরা আর আমত্বের মধ্যে নেই। আমরা কি কেন জন্ম নিয়েছি তা ভুলে যাচ্ছি, অবশ্য ভুলে যাচ্ছি না বলে ভুলে দিচ্ছি বলা ভালো।
আমরা নিজেদেরকে নিয়ে ভবি না। অন্য কে ভবি। তাও আবার পাড়া প্রতিবেশী দের নয়। তাদের ভবি যারা কোনোদিন আমাদের কোনো উপকারে আসবে না বা তারা আমাদের কি হলো না হলো তাদের এসে যায় না, তাদেরকে নিয়ে ভবি। তাদের দুঃখে কতই না আমরা দুঃখী। আমাদের নিজেদের পরিবারের কিছু হলেও আমরা এতোটা দুঃখী হয় না।
এমনি কয়েকটি ঘটনায় আমরা কতো শোক প্রকাশ করছি তার অন্ত নেই। যেমন অমিতাভ বচ্চনের করোনায় আমরা দুঃখ প্রকাশ করছি। তার সুস্থ হওয়ার কামনা করছি। একজন নব্বই বছরের বৃদ্ধের করোনা হয়েছে সে মারলো বা বাঁচলো তাতে আমাদের কি। তাছাড়া তার মারার সময় চলে এসেছে। এই সব লোকেদের বিষয়ে চিন্তা করে আমাদের কি লাভ। এরা আমাদের বা দেশের কি কাজে লাগে। এরা কখনো কি সাধারণ মানুষদের কথা ভাবে, ভাবে না। তবে আমরা কেনো ভাববো?
আরেকজন কলকাতার মানুষ। তিনি রঞ্জিত মল্লিক। তিনি ও তাঁর পরিবারের সকলে করোনায় আক্রান্ত। তাদেরকে নিয়েও আমরা লাফালাফি করছি। তাদের সুস্থ কামনায় আমরা অধীর। কতই না দুঃখ আমাদের। কিন্তু এরা দেশের জন্য বা সাধারণ মানুষের জন্য কি করছে কেউ বলতে পারবে, পারবে না। কারণ কিছুই করে নি। তবু আমরা লাফালাফি করছি।
আর আমরা! আমাদেরই পাড়ায় কেউ করোনায় আক্রান্ত হলে কি করি। হয় দুর দুর করে তাড়ানোর চেষ্টা করি, না হয় নানা কটু কথা বলতে থাকি, নাহয় ঢিল ছুড়ে মারতে থাকি। পাড়ায় কেউ করোনায় মরে গেলে শান্তনা তো দিই না উপরন্তু এমন আচরণ করি যে তারা কতো বড়ই না অপরাধ করেছে। পাশে দাঁড়ানো তো দূরের কথা। করোনা তো ছেড়েই দিলাম, অন্য কোনো অসুবিধাই পরেলেও আমরা পাত্তা দিয় না।
মা বাবার একমাত্র সন্তান, একটা কম বয়সী ছেলের করোনা হয়েছিলো। কোনো হাসপাতালে ভর্তি নেয়নি । অবশেষে ছেলেটি মারা যায়। সবাই চুপ। কই কেউ কিছু বলছে। আর ওরা আমরা যাদের নিয়ে হইচই করছি তারা কি কিছু বললো । বলেনি। কারণ তাদের এসবের মাথা ব্যথা নেই। তারা তো আমাদের মত নয় যে উৎপটাং বিষয়ে নাক গলাবে।
আমার যাদের নিয়ে ভবি তার আসলে টাকার জন্য সব কিছু করতে পারে। তাদের কাছে টাকায় সব।
আর আমার বকার মত আচরণ করি। ধন্য আমাদের। ধন্য আমাদের বিবেক বুদ্ধি।
____________________________________________________
Translate in English:-
Covid-19 and We
Are We forgetting our existence? No one can say the answer. Because we have moved far away from ourselves. We are no longer in friendship. It is better to say that we are forgetting why we were born, but we are not forgetting.
We don't care about ourselves. Who else? Again, not the neighbors. Their future does not come to those who will never be of any use to us or they do not come to us no matter what happens to us. How sad we are in their grief. We are not so sad even if we have some of our own family.
There is no end to the grief we feel over such incidents. For example, we are sorry for Amitabh Bachchan's corona. I wish her a speedy recovery. A ninety-year-old man has been coronated. Moreover, it is time to kill him. What do we gain by thinking about all these people? They are useful to us or the country. Do they ever think of ordinary people? But why should we think?
Another is a man from Calcutta. He is Ranjit Mallick. He and his family are affected by Corona. We are also talking about them. We are eager for their healthy wishes. How sad we are. But no one can say what they are doing for the country or for the common people. Because nothing did. Yet we are skipping.
And we! What to do if someone in our neighborhood is infected with corona. Either I try to chase them away, or I keep talking harshly, or I keep throwing stones. If someone in the neighborhood dies in a corona, I do not give peace. In addition, I behave in such a way that they have committed a great crime. It is a far cry to stand by. I didn't give up, we don't care if there is any other problem.
The only child of the parents, Corona was a young boy. He was not admitted to any hospital. Eventually the boy died. Everyone is silent. Where someone is saying something. And did those of us who are making a fuss say anything? Didn't say. Because they don't have a headache. They are not like us who will sniff about Utpatang.
Bhabhi can actually do everything for money with those of me. They have all the money.
And I behave like a bastard. Bless us. Blessed is our conscience.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-4954924642538230"
crossorigin="anonymous"></script>
Comments
Post a Comment