ইসলাম, Islam (Religion)

ইসলাম
 
       ইসলাম একটি ধর্ম। এই ধর্ম যারা পালন করে তাদের মুসলিম বলে। কুরআন হাদিস পরিচালিত এই ধর্ম একেশ্বরবাদী। ইসলাম শব্দটির অর্থ শান্তি। তাই মুসলিম এই ধর্মকে শান্তির ধর্ম বলে। ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হজরত মুহম্মদ। তিনি শান্তি বাণী প্রচার করতেই এই ধর্মের সৃষ্টি করেন। এই ধর্মের মূল শিক্ষা হল ঈশ্বর বা আল্লাহ এক, তাছাড়া আর কোনো স্রষ্ঠা নেই। 
       এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম। সংখ্যা ২ বিলিয়ন , পৃথিবীর মোট জনসংখ্যার ২৫.১% । যারা মুসলমান নামে পরিচিত।
       মানব জাতির পথ প্রদর্শনের জন্য তিনি যুগে যুগে অনেক নবী - রাসূল, আসমানী, কিতাব এবং নিদর্শন পাঠিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হল আজ পর্যন্ত বেশিরভাগ মুসলিম সঠিক পথ প্রদর্শন পাননি। ইসলামের প্রধান ধর্মগ্রন্থ হল পবিত্র কোরআন, এদের মতে যা স্বয়ং আল্লাহর বাণী। কিন্তু দুঃখে বিষয় তারাই মানেন না।
       এই ধর্ম গ্রন্থে শিক্ষা দেয় কিভাবে সুখে শান্তিতে, সৎ পথে, কারু ক্ষতি না করে জীবন নির্বাহ করতে হয়। এই ধর্ম গ্রন্থে খুন, মারামারি, কারু ক্ষতি করা , খারাপ কাজ করা নিষেধ আছে। তবু তারা এসব করে।
      মুসলিমরা কোরআনের মতে শিক্ষিত হয়ে চললে, প্রকৃত মানুষ হত ও তারা বিশ্বের এক বিশেষ খ্যাতির জায়গা লাভ করত। কিন্তু তারা তা করে না। কিছু স্বার্থপর 
 মুসলিম ও কাজী বা ধর্ম প্রচারকগণ নিজেদের স্বার্থ ও ভুল ধারণা বসত মুসলিমদের ভুল পথে পরিচালনা করেন। তাদের মনগড়া কুসংস্কার ও খারাপ চিন্তাধারা ধর্মগ্রন্থের অংশ বলে প্রচার করে মুসলিমদের ভুল পথে পরিচালনা করেন। আর ধর্মগ্রন্থের অবমাননা করেন।
      ইসলামের পাঁচটি মুল স্তম্ভ। ১. কালেমা (বিশ্বাস) , ২. নামাজ ( প্রার্থনা) , ৩. সিয়াম ( উপবাস) , ৪. যাকাত ( দান) , ৫. হজ্জ্ব ( মক্কা ভ্রমণ) । এগুলির কোনোটির অর্থই। তারা বুঝেন না, তাই তারা খারাপ কাজ থেকে বিরত থাকে না। 
   #  ইসলাম ধর্মের কুসংস্কার ও নীচতা:-
১. এই ধর্মে নারী জাতিকে দমিয়ে রাখার জন্য হিজাব ( বা পর্দা প্রথা) পরিয়ে রাখেন। নারী স্বাধীনতা এদের কাছে হারাম। নারী শিক্ষা ইসলাম বিরোধী। যদিও এখন অল্প স্বল্প নারী শিক্ষা লাভ করছে। নারীরা নামাজ পড়তে পারবে না বা মসজিদে যেতে পারবে না।
২. পুরুষের বহু বিবাহ আর একটি গোঁড়ামি। পুরুষের
 যত খুশি বিয়ে করতে পারবে। পূর্বের স্ত্রীরা বাধা দিতে পারবে না।
 ৩. মুসলিম নারীদের যত দিন বাচ্চা ধারণ ও প্রসবের ক্ষমতা থাকবে তত দিন বাচ্চা হতে থাকবে। তা রোধ করা যাবে না।
৪. এরা নিজেদের সম্পর্কের যে কারু সাথে বিয়ে করতে পারবে। ভাই বোন, মামা ভাগ্নি, কাকা- জেঠা ভাইঝি, মা ছেলে, বাবা মেয়ে ইত্যাদি যে কারু সাথে বিয়ে করতে পারে।
 ৫. মুসলিমরা মনে করে অন্য ধর্মের কাউকে ধর্মান্তরিত করে মুসলিম করলে তাদের পূণ্য হয়। যা একটা নির্মম কুসংস্কার।
 ৬. নামাজ পড়ার সময় মাইক বাজিয়ে পড়া ও এক গোঁড়ামি। আগে মসজিদ ছিল রাজাদের রাজপ্রাসাদে বা সামনা সামনি। আর প্রজারা থাকত দূরে। তাই রাজারা মাইকে নামাজ পড়ে প্রজাদের জানত এবং প্রজারা নামাজ পড়ত। কিন্তু এটা তাদের কুসংস্কারে পরিণত হয়েছে। আসে পাশের লোকজনকে বিরক্ত না করে তাদের নামাজ পড়া হয় না। আল্লাহ শুনতে পান না।
  আরো অনেক কুসংস্কার আছে যা তারা মেনে নীচতার পরিচয় দেয়। এবং ইসলাম যা পবিত্র ও শান্তির ধর্মকে ছোট করে ধূলিস্যাৎ করছে।





Translate in English

Islam

Islam is a religion. Those who practice this religion are called Muslims. This religion guided by Quran and Hadith is monotheistic. The word Islam means peace. That is why Muslims call this religion the religion of peace. The founder of Islam is Hazrat Muhammad. He created this religion to spread the message of peace. The basic teaching of this religion is that there is only one God, and there is no other creator.
       It is the second largest and fastest growing religion in the world. Number 2 billion, 25.1% of the world's population. Who are known as Muslims.
       He has sent many prophets, messengers, heavens, books and signs from time to time to guide the human race. But sadly, to this day, most Muslims have not been guided. The main scripture of Islam is the Holy Qur'an, which according to them is the word of God Himself. But sadly they do not agree.
       This scripture teaches how to live happily in peace, in an honest way, without harming anyone. These scriptures forbid killing, fighting, harming anyone, doing bad deeds. Yet they do these things.
      If Muslims were educated according to the Qur'an, they would become real people and they would gain a special place in the world. But they don’t. Some selfish
 Muslims and Qazis or preachers mislead Muslims based on their own interests and misconceptions. They mislead the Muslims by preaching that their fabricated superstitions and bad thoughts are part of the scriptures. And insults the scriptures.
      The five main pillars of Islam. 1. Kalema (faith), II. Prayers (prayer), 3. Fasting, 4. Zakat (donation), 5. Hajj (travel to Mecca). None of this means anything. They don’t understand, so they don’t refrain from doing bad things.
   # The superstitions and meanness of Islam: -
1. In this religion, women wear hijab (or veil) to suppress the nation. Women's freedom is forbidden to them. Women's education is anti-Islam. Although now few women are getting education. Women cannot pray or go to the mosque.
2. Polygamy is another orthodoxy. Of men
 You can get married as much as you want. Ex-wives will not be able to resist.
 3. As long as Muslim women have the ability to conceive and deliver children, they will continue to have children. It cannot be prevented.
4. They can marry anyone in their relationship. Brothers, sisters, uncles, nieces, uncles, cousins, mothers, sons, fathers, daughters, etc. can marry anyone.
 5. Muslims think that converting someone from another religion to Islam is good for them. Which is a cruel superstition.
 . Playing the mic while praying is an orthodoxy. Earlier the mosque was in the palace of the kings or face to face. And the people lived far away. So the kings knew the people by praying to Mike and the people prayed. But it has turned into their superstition. When they come, their prayers are not offered without disturbing the people next to them. God does not hear.
  There are many more prejudices that they accept and show baseness. And Islam which is tarnishing the religion of sanctity and peace.




<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-4954924642538230"
     crossorigin="anonymous"></script>


Comments

Popular posts from this blog

বৃক্ষ রোপন পদ্ধতি

আসানসোল এলাকার কালী পূজা

চাকরি করা ছেলে ও মেয়ের বাবা মা