চাকরি করা ছেলে ও মেয়ের বাবা মা
প্রায় প্রত্যেক মেয়েদের বাবা মা এর চাওয়া সরকারি চাকরি করা ছেলের সাথে বিয়ে দেওয়া। এটা কতটা যুক্তি সঙ্গত।
মেয়ের বাবা মায়েরা সরকারি চাকরি করা ছেলের খোঁজ করছেন । খুবই ভালো, কিন্তু আজকাল সোশাল মিডিয়ায় বেশ কয়েক দিন থেকে শোনা যাচ্ছে যে "মেয়ের জন্য তো সরকারি চাকরি করা ছেলে খুঁজছেন কিন্তু আপনার মেয়ে কি সরকারি চাকরি করা ছেলের উপযুক্ত?", " আপনার মেয়ে কি সরকারি চাকরি করে?", আপনার ছেলে কি সরকারি চাকরি করে, না আপনার ছেলে সরকারি চাকরি না করলে ছেলের বিয়ে দেবেন না?" ইত্যাদি অনেকে রকমের প্রশ্ন উঠে আসে।
এই বিষয়টি নিয়ে নানা রকম ভাবে, সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে আলোচনা করা যেতে পারে। তবে মেয়ে বাবা মা তো চাইবেনই যে তাদের মেয়ে সুখে স্বাচ্ছন্দে থাকে, সংসার করতে পারে। তাই মেয়ের বাবা মা সরকারি চাকরি করা ছেলে খুঁজে। কারণ সরকারি চাকরি একবার পেলে মাসের শেষে বেতন পাবেই, তাতে কাজ করুক বা না করুক। আর সরকারি চাকরি করা ছেলের সাথে বিয়ে দিলেই যে মেয়ে সুখী হবে এমন মানে নেই, তা কোনো মেয়ের বাবা মা বুঝতেই চায় না।
সামাজিক কারণ:- মেয়েদের ক্ষেত্রে সামাজিক বিষয়টা বিশেষ গুরুত্বপূর্ন। সমাজের লাঞ্ছনা গঞ্জনা, আলোচনা সমালোচনা, নিন্দা, কুটচারিতা এই সব মেয়েরা যেমন করে থাকে তেমনি তার সম্পর্কে কেউ বললে গায়ে মাখে। যে কারণে বা যার কারণে বলছে সেটা দুর না করে সে বিষয়কে নিজের অভিশাপ মনে করে সারাজীবন হতাশায় ভুগতে থাকে অন্যের কথা শুনে। আর যারা একটু ওয়াকিবহাল বা বিষয়ের সম্পর্কে একটু ধারণা আছে তারা আগে থেকেই সেসব এড়িয়ে চলে। কে কি বলবে, কে কি মনে করবে এই সব চিন্তা করে, নিজের মনের চিন্তা থেকে অতিরিক্ত। এই বিষয়গুলি সবই বাহ্যিক।
অর্থনৈতিক কারণ:- সকল মেয়ের বাবা মা চায় তাদের মেয়ে বিয়ের পর স্বাচ্ছন্দে থাকুক। আর সরকারি চাকরি করা ছেলের সাথে বিয়ে দিলে তো কোনোদিনই টাকা পয়সার অভাব হবে না। কারণ একবার সরকারি চাকরি পেলে তো আর কোনোদিন চাকরি যাবে না, তাতে কাজ করুক বা না করুক, আর কাজে ফাঁকি মারুক। মেয়েটিও চায় তার বরের রোজকার দিয়ে নিজের সখ আহ্লাদ বিলাসিতা পূরণ করতে পারবে। মেয়েটির চাওয়া পাওয়া নির্দিষ্ট থাকবে।
মেয়েদের রূপ:- সব মেয়েরাই আপন আপন রূপে মুগ্ধ। অতিরিক্ত রূপ সৌন্দর্য মেয়েরা তো আকাশে উড়ে, তাদের পা মাটিতে ঠেকে না। তাদের বিলাসিতার কারণে তারা সরকারি চাকরি করা ছেলে চায়। তারা মনে করে তাদের রূপ সৌন্দর্য থাকায় সরকারি ছেলেরাই তাদের যোগ্য। তারা সরকারি চাকরি করা ছেলে ছাড়া ভাবতেই পারে না।
এসব গেল মেয়ে বা মেয়ের বাবা মায়ের কথা ও চিন্তা ধারা। কিন্তু ছেলেরা কি ভাবে বা কি চায় সে দিকটিও জানতে হবে। তাই ছেলেদের মানসিকতার বিষয়টি আলোচনা করা দরকার।
ছেলেদের চাওয়া:- প্রায় সব ছেলেরাই চায় রূপবতী মেয়ে। রূপ সৌন্দর্য অতুলনীয় হওয়া চায়। শারীরিক গঠন ছিম ছাম, লেখাপড়ায় শিক্ষিতা ও সর্ব গুনা সম্বিত মেয়ে হওয়া চায়। সর্ব কাজে নিপুণ মেয়ে চায় যে ঘরের ও ঘরের বাইরের কাজ যাতে আনাসে করতে পারে।
এই সব চাওয়া পাওয়ার বিষয়েও সামাজিক ও অর্থনৈতিক কারণ আছে। সেই বিষয় গুলি হল।
সামাজিক:- মেয়েরা যেমন সমাজের লোক কি বলবে তার বাইরে যেতে পারে না, তেমনি ছেলেরাও সমাজকে ভয় পায় সমাজের লোকের কথায় কান দেয়। তাছাড়া ছেলের মা তো মেয়ে সমাজকে তোয়াক্কা করতে পরে না। তাই সুন্দরী মেয়েকে বিয়ে না করলে লোকে বলবে কেমন মেয়ে কোথা থেকে উঠিয়ে আনল এই সব আগে থেকেই ভাবতে থাকে। তারপর ঘরের কাজ কর্ম না জানলে লোকে বলবে মেয়েটির সম্পর্কে না জেনেই বিয়ে করেছে। এই সব বিভিন্ন রকম কারণে ছেলেরাও সমাজকে ভয় পায়।
অর্থৈতিক:- মেয়েটির পরিবার অর্থৈতিকভাবে স্বচ্ছল না হলে ছেলেটির সেই মেয়েকে পছন্দ হয় না। বেশির ভাগ ছেলেদের আশা থাকে মেয়ের পরিবার থেকে সর্বদা কিছু না কিছু পাব, যখন যা চাইব তাই পাব। আর সে কারণে মেয়েটির পরিবার স্বচ্ছল কিনা দেখে। অর্থাৎ বেশির ভাগ ছেলেই চায় নিজের পারিশ্রমিক অর্থের থেকে আরো বেশি টাকা সম্পত্তি চায় বিনা পরিশ্রমে। আর তা মেয়ের পরিবার থেকে অনাসে পাবে যদি মেয়ের পরিবার স্বচ্ছল হয়।
এই সব হলো স্বাভাবিক কারণ। ছেলেদের চাওয়া কি, কি করা উচিত এসব প্রত্যেক ছেলেদের দেখা দরকার।
ছেলেদের কি চাওয়া উচিৎ:- মেয়েদের বাবা মা চাকরি করা ছেলে চাইছে চাক না, ছেলেদের সেসব দিক তোয়াক্কা না করে তাদের নিজেদের চাওয়া পাওয়া লক্ষ্য করা উচিৎ। সে নিজে কেমন মেয়ে চায়, সেরকম মেয়ে খোঁজা উচিৎ। ছেলেটির মানসিকতার সাথে মিল আছে এমন মেয়ে খোঁজা দরকার। মেয়েটির রূপ সৌন্দর্য থেকে মনের সৌন্দর্য দেখে বিয়ে করা উচিৎ। যদি মনে হয় মেয়েটি সরকারি চাকরি করা ছেলের উপযুক্ত নয় তাহলে সেখান থেকে সরে যাওয়া উচিৎ। অন্য মেয়ের খোঁজ নিলেই হয়। সরকারি চাকরি করা ছেলেকে কোনো না কোনো মেয়ে বিয়ে তো করবেই, তেমনি সরকারি চাকরি করা ছেলে ও কোনো না কোনো মেয়েকে বিয়ে করবে। মেয়েটি কেমন ছেলের উপযুক্ত তা না দেখে, ছেলেটির কেমন মেয়ে উপযুক্ত তার খোঁজ করলেই লেঠা চুকে যায়।
সংসার সুখের হয় ছেলে ও মেয়ের মানসিকতার মিলনে। অর্থ রূপ যশ এর কারণে নয়। তাই ছেলে ও মেয়েকে এই বিষয়গুলি লক্ষ্য রাখা দরকার। তেমনি মেয়ের বাবা মা কেও এই বিষয় গুলি দেখা দরকার।
Almost every girl wants her parents to marry a government-employed boy. How logical it is.
The girl's parents are looking for a government-employed son. Very good, but nowadays it has been heard on social media for several days that "for a girl you are looking for a boy with a government job but is your daughter suitable for a boy with a government job?", "Does your daughter have a government job?", Is your son a government job? If your son doesn't get a government job, won't you marry him? ”Etc. Many questions come up.
This issue can be discussed in various ways, socially and economically. However, the parents of the girl will want their daughter to be happy and comfortable, to have a family. So the girl's parents find the boy to be in government service. Because once you get a government job, you will get a salary at the end of the month, whether you work in it or not. And just because a girl is married to a government employee does not mean that she will be happy.
Social factors: - Social issues are very important for girls. The insults of the society, the discussion, the criticism, the slander, the cunning are all done by these girls. He does not remove the reason or the reason for what he is saying, he considers the matter as his own curse and suffers from frustration all his life by listening to others.And those who are a little aware or have a little idea about the subject avoid them in advance. Who will say what, who will think what all this thinks, in addition to the thoughts of one's own mind. These issues are all external.
Comments
Post a Comment