সন্ধ্যামণি ফুল Marvel of peru

 সন্ধ্যামণি ফুল

সকলের পরিচিত এই সন্ধ্যামণি ফুল প্রায় সর্বত্রই দেখা যায়। কমবেশি সকলেই চেনে। এই ফুলের জানা অজানা বিশেষত্ব দেখে নেওয়া যাক।




       এই ফুল সন্ধ্যামণি, সন্ধ্যা মালতী, সন্ধ্যাবতি নামে পরিচিত। গ্রাম বাংলার মানুষের একটা জনপ্রিয় ফুল সন্ধ্যাবতি। বাঙালির প্রিয় ফুলগুলি মধ্যে এই ফুল একটি। প্রায় সর্বত্রই সন্ধ্যবতি ফুল দেখা যায় বা উপলব্ধ হয়। গ্রাম বাংলার যেখানে সেখানে সন্ধ্যাবতি ফুল জন্মায়। বিশেষ আদর যত্ন ছাড়ায় সন্ধ্যাবতি ফুল অতি সহজেই জন্মায় এবং বীজ শুকিয়ে মাটিতে পড়ে চারিদিকে ছড়ায়। খুব কম সময়েই চারিদিকে ছড়িয়ে পড়ে।


      সন্ধ্যার সময় এই ফুল প্রস্ফূটিত হয় বলে সন্ধ্যাবতি ফুলের এই সব নাম। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সন্ধ্যাবতি ফুল প্রস্ফুটিত হয়। যেখানে সন্ধ্যাবতি ফুলের বাগান থাকে সেখানে সন্ধ্যাবেলায় প্রস্ফুটিত ফুলের কারণে অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করে। সন্ধ্যাবতি ফুল বিভিন্ন রকম রঙের হয়। যেমন গোলাপী, হলুদ, কমলা, সাদা ইত্যাদি রঙের সন্ধ্যাবতি ফুল দেখা যায়। বাগানে সব রঙের সন্ধ্যাবতি  ফুল ফুটে থাকলে বাগান ও প্রকৃতি সুন্দর হয়ে উঠে।


      সন্ধ্যাবতি ফুল গাছ বাহুবর্ষজীবি গুল্ম জাতীয় নরম কাণ্ডের উদ্ভিদ। সন্ধ্যাবতি গাছগুলি প্রায় ১ থেকে ১.৫মিটার পর্যন্ত উচু হয়ে থাকে। বীজ গুলি কাচা অবস্থায় সবুজ এবং পেকে শুকোলে কালো রঙের হয়, বীজের আকৃতি অনেকটা ডিম্বাকৃতি। 


      সন্ধ্যাবতি গাছ ও ফুল ভেষজ উপাদান হিসেবে কাজে লাগে। সন্ধ্যাবতি ফুল কেক ও জেলি রং করার কাজে ব্যবহার করা হয়। পাতার রস প্রদাহ, ফোঁড়া চিকিৎসার উপশ্রম হিসেবে ব্যবহার করা হয়। শুকনো ফুলের গুঁড়ো মাথা ব্যাথা নিরাময়ে, কুষ্ঠের মতো ত্বকের চিকিৎসার কাজে ব্যবহার করা হয়। মূল থেকে ডায়রিয়া, আমাশয় রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়।


        সন্ধ্যাবতি বীজ গুঁড়ো করে প্রসাধনী শিল্পে ও রঞ্জক শিল্পে ব্যবহার করা হয়। সন্ধ্যাবতি গাছ মাটির দূষণ রোধে উপযোগী, তাই বাগানে সন্ধ্যাবতি গাছ থাকলে বাগানের মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়।

    




Marvel of Peru

   This well-known evening flower can be seen almost everywhere. Almost everyone knows. Let's take a look at the unknown features of this flower.



   This flower is known as Sandhyamani, Sandhya Malati, Sandhyavati. Sandhyabati is a popular flower of the people of rural Bengal. This flower is one of the favorite flowers of Bengalis. Evening flowers are seen or available almost everywhere. Evening flowers grow everywhere in rural Bengal. Evening flowers grow very easily without special care and the seeds dry up and fall to the ground and spread all around. Very rarely spread around.

  These flowers are called evening flowers because they bloom in the evening. Evening flowers bloom as the sun sets. Where there is an evening flower garden, the flowers that bloom in the evening create a wonderful beauty. Evening flowers come in a variety of colors. Evening flowers of pink, yellow, orange, white etc. are seen. When evening flowers of all colors bloom in the garden, the garden and nature become beautiful.

     Sandhyabati flowering plant is a perennial shrub with soft stems. Evening trees are about 1 to 1.5 m tall. The seeds are green when raw and black when ripe, the shape of the seeds is very oval.

       Sandhyabati plants and flowers are used as herbal ingredients. Evening flowers are used to color cakes and jellies. The juice of the leaves is used as a remedy for inflammation and boils. Dried flower powder is used to treat headaches and skin diseases like leprosy. Originally used as medicine for diarrhea, dysentery.

    Sandhyavati seed powder is used in cosmetics and dyes. Sandhyabati trees are useful in preventing soil pollution, so having sandhyabati trees in the garden increases the fertility of the soil in the garden.












<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-4954924642538230"

     crossorigin="anonymous"></script>


Comments

Popular posts from this blog

বৃক্ষ রোপন পদ্ধতি

আসানসোল এলাকার কালী পূজা

চাকরি করা ছেলে ও মেয়ের বাবা মা