15ই আগস্ট ও জাতীয় পতাকা

 জাতীয় পতাকা, 15ই আগস্ট বনাম 26সে জানুয়ারি।


কাল 15ই আগস্ট স্বাধীনতা দিবস। পতাকা উত্তোলন।


আপনি কি জানেন, ১৫ই আগস্ট আমরা জাতীয় পতাকা উত্তোলন করি, অফিসিয়ালি যাকে বলে 'Hoisting', অথচ ২৬শে জানুয়ারি আমরা জাতীয় পতাকা 'Unfurl' করি।



কি মানে এই দুটি কথার? সামনেই ১৫ই আগস্ট, চলুন দেখে নিই কি পার্থক্য Hoisting আর Unfurled এর...



১৫ই আগস্ট আমাদের জাতীয় পতাকা গোটানো অবস্থায় পতাকার পোল বা রড এর মাঝামাঝি জায়গায় বাঁধা থাকে, সেখান থেকে তাকে টেনে উপরে তুলে উত্তোলন করা হয়। একে Hoisting বলা হয়। এর মানে এই যে এক সময় আমরা পরাধীন ছিলাম, পতাকা নিচে ছিলো, ইংরেজ দের দাসত্ব থেকে মুক্তি পেয়ে স্বাধিনতা লাভ করেছি, তাই পতাকা নিচ থেকে উপরে উঠলো।



২৬শে জনুয়ারি তে কিন্তুু জাতীয় পতাকা গোটানো অবস্থায় একেবারে উপরেই বাঁধা থাকে। দড়ির এক টানে সেই পতাকা খুলে দেওয়া হয় মাত্র। নিচ থেকে টেনে উপরে তোলা হয় না। একে বলে Unfurled। এর মানে এই যে আমরা এখন  সার্বভৌম একটা দেশ, আমাদের পতাকা পোলের সবথেকে উপরে থাকবে। এই দিন জাতীয় পতাকা নিচ থেকে উপরে তুললে জাতীয় পতাকার অবমাননা করা হয়।


Translate in English

National flag, 15th August vs. 26th January.

Tomorrow 15th August is Independence Day. Flag hoisting.

Did you know that on 15th August we hoist the national flag, which is officially called 'Hoisting', while on 26th January we unfurl the national flag.



         What do these two words mean? August 15th, let's see the difference between Hoisting and Unfurled ...

              On 15th August, when our national flag is rolled up, it is tied in the middle of the flag pole or rod, from where it is pulled up and hoisted. This is called Hoisting. This means that at one time we were subjugated, the flag was down, the English were freed from slavery, so the flag went up from the bottom.



      On January 26, however, the national flag is tied at the very top. That flag was just unveiled with one pull of the rope. It is not pulled from the bottom to the top. It's called Unfurled. This means that we are now a sovereign country, our flag will be at the top of the pole. On this day, raising the national flag from the bottom to the top is an insult to the national flag.







<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-4954924642538230"

     crossorigin="anonymous"></script>


Comments

Popular posts from this blog

বৃক্ষ রোপন পদ্ধতি

আসানসোল এলাকার কালী পূজা

চাকরি করা ছেলে ও মেয়ের বাবা মা