জল্পেশ শিব মন্দির

 বহু প্রাচীন শিব মন্দির জলপাইগুড়ির জল্পেসের ।


   ময়নাগুঁড়ির শিব মন্দির, জল্পেস, জলপাইগুড়ি।

https://youtu.be/Pb4-4s6IHSE

    ভিডিও দেখতে ক্লিক করুন।

   জলপাইগুড়ি জেলার, ময়নাগুড়ি র নিকটে অবস্থিত এই শিব মন্দির। খুব ধুম ধাম করে পুজো করা হয় এই মন্দিরে। তবে করনর আবহে দুই বছর জাকজমাক ভাবে পুজো করা যায়নি। শুধুমাত্র পুজো করা হয়েছে এই দুই বছর নাগাদ।


        মন্দির চত্তরে প্রতিদিন হাট বাজার বসে। মন্দিরের সামনে ও উত্তর দিকে হাট বাজার এলাকা। তবে শিব পুজোর সময় এই এলাকায় মেলা পড়ে। খুব বড়ো ও জমকালো ভাবে মেলা পড়ে। শিব পুজোর সময় খুব ভিড় জমে । নানা জায়গার লোক জন পুজো ও মেলা দেখতে আসে। 


        মন্দিরের পেছন দিকের গেটটিও খুব সুন্দর। পুজোর সময় খুব ভালো করে সাজানো হয়। এই দিকেই বেশি লোক জন আসা যাওয়া করে পুজোর সময়। ভিড় ঠেলে সকালে আনন্দে আত্মহারা হয়ে পুজো দেখতে আসে। 

     মন্দির চত্তর প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে। পিছনের দিকে গাছ পালা ও নদী আছে। সামনের দিকে অনেক রকম ফুল ও সৌন্দর্য বৃদ্ধি যুক্ত গাছ লাগানো আছে। এতে মন্দিরের পরিবেশ সুন্দর হয়ে উঠেছে। 

       এলাকার মানুষ জন মন্দির চত্ত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। কেউ নোংরা করে না। পুজোর সময় ছাড়া যারা অন্যান্য সময় পুজো করেন তারাই ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে। 

      মন্দিরের চারপাশ ঘুরলে মন ভরে যায়। পরিষ্কার পরিচ্ছন্ন তার কারণ ও প্রাকৃতিক পরিবেশ সুন্দর থাকার কারণে। খুব সুন্দর একটা জায়গা।

     বহু প্রাচীন কালের এই জল্পসের শিব মন্দির খুব জাগ্রত। বহু দূর দুরান্তের থেকে বহু মানুষের সমাগম ঘটে এখানে।  আন্তরিক বিশ্বাসের সঙ্গে সকালে পুজো করেন ও পুজো দেন। শুধু মাত্র এই এলাকার মানুষ জনই  পুজো করেন তা নয়, আসে পাশের অনেক মানুষ জন পুজো করেন। এমনকি বহু দূর দুরান্তের থেকে বহু মানুষের সমাগম হয় এবং পুজো দেন। 

          মন্দিরের চারপাশ বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে মন্দির কতৃপক্ষের কমীটি। ফুল গাছ, পাতাবাহার গাছ ইত্যাদি। তাছাড়া অন্যান্য বড়ো বড়ো গাছও রয়েছে। যা মন্দির প্রাঙ্গনকে সুন্দরে ভরে তুলেছে। 

       পুজোর সামগ্রী যুক্ত অনেক দোকান রয়েছে এখানে । তাই বাইরে থেকে পুজোর জিনিস পত্র নিয়ে আসতে হবে না। এখনকার দোকানেই পুজোর সমস্ত জিনিস পত্র পাওয়া যাবে। 

Translate in English

Many ancient Shiva temples are in Jalpes, Jalpaiguri.




Shiva Temple at Mainagundi, Jalpes, Jalpaiguri.


     

This Shiva temple is located near Mainaguri in Jalpaiguri district. Worship is done in this temple with much fanfare. However, it was not possible to worship in a lavish manner for two years in the atmosphere of Karan. Only worship has been done during these two years.

Hat bazaar is held in the temple premises every day. Hat market area in front of the temple and to the north. However, fairs are held in this area during Shiva Pujo. The fair is very big and beautiful. Shiva Pujo is very crowded. People from different places come to see John Pujo and Mela.


The gate at the back of the temple is also very beautiful. Pujo is very well arranged. This is the place where more people come and go during Pujo. Pushing the crowd, he came to see the pujo in the morning overwhelmed with joy. The temple courtyard enhances the natural beauty. There are trees and rivers at the back. At the front there are many kinds of flowers and beauty plants. The environment of the temple has become beautiful.


People in the area help keep the temple premises clean and tidy. No one gets dirty. Those who perform pujo at times other than the time of pujo clean it with a broom. Turning around the temple fills the mind. Due to its clean and beautiful environment. A very beautiful place.

       People in the area help keep the temple premises clean and tidy. No one gets dirty. Those who perform pujo at times other than the time of pujo clean it with a broom. Turning around the temple fills the mind. Due to its clean and beautiful environment. A very beautiful place.

     The Shiva temple of this ancient Jalpas is very awake. Many people from far and wide gather here. Worship and worship in the morning with sincere faith. Not only the people of this area worship John, but many people from the area also worship John. Even many people from far and wide gather and worship.

    The committee of the temple authorities has arranged the surroundings of the temple very nicely. Flower trees, deciduous trees etc. There are also other large trees. Which has beautifully filled the temple premises. There are many shops here with pujo items. So you don't have to bring Pujo's letter from outside. All Pujo items can be found in the current store

 





<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-4954924642538230"

     crossorigin="anonymous"></script>


Comments

Popular posts from this blog

বৃক্ষ রোপন পদ্ধতি

আসানসোল এলাকার কালী পূজা

চাকরি করা ছেলে ও মেয়ের বাবা মা