হরিহর দূর্গ
মহারাষ্ট্রের হরিহর দূর্গ
শ্রীকৃষ্ণের বংশধরদের বানানো মহারাষ্ট্রের বিখ্যাত হরিহর দূর্গ।
হরিহর দূর্গ, ভারতের মহারাষ্ট্রের নাসিকের ঘটি অঞ্চল থেকে ৪০ কি.মি. দূরে ও প্রায় ৩৬৭৬ ফুট উচ্চতায়(!) অবস্থিত। ৩,৬৭৬ ফুট উঁচু কেল্লাটির ২০০ ফুট উচ্চতা একেবারে খাড়া। পাথরের সিঁড়ির মতো খাঁজ রয়েছে এই কেল্লায় এবং তাতে ১১৭টি খাঁজকাটা পকেটের মতো ধাপ রয়েছে। ভূমি থেকে ওই কেল্লার শীর্ষ পর্যন্ত দু’টি ঢাল প্রায় ৯০ ডিগ্রি খাড়া বা বলা যায় একদম সোজা উঁচু! পশ্চিম দিকের ঢাল প্রায় ৭৫ ডিগ্রি খাড়া। কেল্লার উপরে রয়েছে দু’টি আলাদা ঘরের মতো জায়গা। এক সময় এটি নাকি রান্নাঘর হিসেবে ব্যবহার করা হতো।
শ্রীকৃষ্ণের যদুবংশের কোন বেঁচে যাওয়া উত্তরসূরীর দ্বারা ৯ম শতকে প্রতিষ্ঠিত যাদব সম্রাজ্যের অধীনে হরিহর কেল্লা বা হর্ষগড় কেল্লা তৈরি করা হয়। এর বেশির ভাগটা তৈরি হয় এই আমলেরই শাসক পঙ্কজ পঞ্চারিয়ার আমলে। তুঙ্গাভদ্রা( রামায়ণে যে নদীতে শ্রীরামের সাথে হনুমানের সাক্ষাৎ হয়েছিল) থেকে নর্মদা নদী পর্যন্ত বিস্তৃত ছিল এই শাসকদের রাজ্য( মহারাষ্ট্র, উত্তর কর্ণাটক, মধ্য প্রদেশের অংশবিশেষ)। ৯ থেকে ১৪ শতক পর্যন্ত এই সাম্রাজ্যের স্থায়ীত্ব ছিল বলে জানা যায়।
কিন্তু এই উঁচু,খাড়া, বিপদজনক দূর্গ প্রস্তুতের উদ্দেশ্য কী ছিল?
নাসিকের গোন্ডা ঘাট ছিল বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। এর মধ্য দিয়ে যাওয়া বাণিজ্য পথের দেখাশুনার জন্য নির্মিত হয়েছিলো এই হরিহর দূর্গ। এর ভেতরে আছে ৩ টি হিন্দু মন্দিরও।
প্রতিবছর সরু,খাড়া সিঁড়িগুলো দর্শক আকর্ষণের এবং এডভেঞ্চার প্রেমী ট্র্যাকারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে।
তথ্য সংগৃহীত
Translate in English
Harihar Durga
The famous harihar fort in maharashtra built by the descendants of lord krishna.
Harihar Fort, 40 km from Nasik Ghati in Maharashtra, India. Located at a distance of about 36 feet (!). The fort is 3.6 feet high and 200 feet high. The fort has grooves like a stone staircase and has steps like 116 grooved pockets. From the ground up to the top of the fort, the two slopes are about 90 degrees steep or almost straight! The slope on the west side is about 75 degrees steep. Above the fort are two separate rooms. At one time it was used as a kitchen.
Harihar Fort or Harshagarh Fort was built under the Yadav Empire established in the 9th century by a surviving successor of the Krishna dynasty. Most of it was made during the reign of Pankaj Panchariya, the ruler of this period. The kingdom of these rulers (part of Maharashtra, North Karnataka, part of Madhya Pradesh) extended from Tungabhadra (the river on which Hanuman met Sriram in the Ramayana) to the river Narmada. It is known that this empire lasted from 9th to 14th century.
But what was the purpose of preparing this tall, steep, dangerous fort?
Gonda Ghat in Nashik was a very important trade route. This Harihar fort was built to look after the trade route passing through it. There are also 3 Hindu temples inside.
Every year the narrow, steep stairs are the center of attraction for visitors and adventure-loving trackers.
Comments
Post a Comment