গাড়ি চালানোর কিছু নিয়ম
রাস্তায় গাড়ি চালানোর কিছু নিয়ম নিয়ম।
জানা এবং মানা সবারই দরকার।
High Beam বা Upper:
রাতের বেলায় ব্যাবহার করতে হয় কিন্তু শুধু মাত্র হাইওয়ে তে। যেখানে সিঙ্গেল লেন সেখানে ব্যাবহার করলে উল্টো দিক থেকে আসা গাড়ির দেখতে অসুবিধা হয়। যদি সিঙ্গেল লেনে উল্টো দিকে কোনো গাড়ী না থাকে (অন্তত ৩০০ মিটার) তাহলে ব্যাবহার করা যেতে পারে।
Low Beam বা Dipper:
শহর বা শহরতলীতে ব্যাবহার করতে হয় কারণ রাস্তায় আলো থাকে তাই high Beam এর দরকার পড়ে না। কিন্তু হাইওয়েতে সবসময় High Beam ব্যাবহার করতে হবে যাতে দুরের জিনিস দেখা যায়। রাস্তায় প্রচুর গাধা, গরু, ছাগল, শুয়োর দেখতে পাবেন যারা পাড়াতেও High Beam এ চালায়।
Passing Light:
আপনি অনেক সময়ই দেখতে পাবেন সিঙ্গেল লেন দিয়ে যাবার সময় উল্টোদিকের গাড়ী দুবার হেডলাইট জ্বালায়, হয়তো আপনি সেই সময় ওভারটেক করতে যাবেন বা একটু বেশি ডানদিক দিয়ে চালাচ্ছেন। তার মানে হলো উল্টোদিকের গাড়িটি পাস চাইছে আপনার কাছে।
ঠিক তেমনই, আপনি সিঙ্গেল লেন দিয়ে চালাচ্ছেন আর ওভারটেক করবেন সামনের গাড়িকে কিন্তু আপনার মনে হচ্ছে উল্টোদিক দিয়ে যে গাড়িটা আসছে তার জন্য হয়তো আপনি ওভারটেক নাও করতে পারেন। তখন আপনি দুবার হেডলাইট জ্বালিয়ে উল্টোদিকের গাড়িকে বলতে পারেন আপনাকে পাস দেবার জন্য।
Overtake:
ওভারটেক করতে হয় ডান দিক দিয়ে। প্রচুর গাধা, গরু, ছাগল, শুয়োর দেখতে পাবেন যারা নিয়ম না মেনেই যেদিক দিয়ে খুশি ওভারটেক করে সে দু চাকা হোক বা চার চাকা।একটা কথা মাথায় রাখতে হবে, ওভারটেক করার আগে ও ওভারটেক করার সময় হর্ন বাজিয়ে ওভারটেক করবেন। হতেই পারে অন্য গাড়িটি একটু অন্যমনস্ক হয়ে লেন পরিবর্তন করতে গেলো বা বাঁদিকের কোনো গাড়িকে একটু পাস দেবার জন্য ডান দিকে চেপে গেলো, তখন কিন্তু বিপদ। কোনো গাড়িকে ওভারটেক করার আগে ডানদিকের ইন্ডিকেটর টা জ্বালিয়ে ওভারটেক করবেন, ওভারটেক হয়ে গেলে সঙ্গে সঙ্গে বা দিকের ইন্ডিকেটর টা জ্বালিয়ে আস্তে আস্তে বাঁদিকের লেনে চলে আসবেন। তাতে আপনার পেছনের গাড়ী আর সামনের গাড়ী আপনার movement বুঝতে পারবে।
রাতের বেলা ওভারটেক করার আগে কয়েকবার Upper ব্যাবহার করবেন যাতে সামনের গাড়িটি বুঝতে পারে আপনি ওভারটেক করতে চাইছেন।
Indicators:
রাস্তায় অনেককেই দেখবেন সামনের পেছনের সব ইন্ডিকেটর জ্বালিয়ে গাড়ী চালাচ্ছে। আপনি যখন সবকটি ইন্ডিকেটর জ্বালিয়ে দেবেন তখন সেটাকে Hazard Light বলে এবং কয়েকটা ক্ষেত্রেই সেইটা প্রযোজ্য। যেমন : রাস্তার ধারে কিছু সময়ে দাড়ানোর সময়, রাস্তায় যখন visibility খুব কম (বৃষ্টি, কুয়াশা, ধুলো), গাড়ির ব্রেক কম ধরছে, গাড়ী হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন এইরকম কিছু।
আর হ্যা, অনেককেই দেখি রাস্তার বাদিকে দাড়িয়ে বাদিকের ইন্ডিকেটর টা জ্বালিয়ে রাখে, ভুল। সবসময় ডানদিকের ইন্ডিকেটর টা জ্বালিয়ে রাখা উচিত।
আরো একটা কথা, কোনো গাড়িকে ওভারটেক করার আগে ডানদিকের ইন্ডিকেটর টা জ্বালিয়ে ওভারটেক করবেন, ওভারটেক হয়ে গেলে সঙ্গে সঙ্গে বা দিকের ইন্ডিকেটর টা জ্বালিয়ে আস্তে আস্তে বাঁদিকের লেনে চলে আসবেন। তাতে আপনার পেছনের গাড়ী আর সামনের গাড়ী আপনার movement বুঝতে পারবে।
অনেক সময় দেখবেন আপনার সামনের গাড়িটি ডানদিকের ইন্ডিকেটর জ্বালিয়ে স্লো হয়ে গেলো। আপনি তখন বাঁদিক দিয়ে ওভারটেক করে বেরিয়ে যাবেন কারন গাড়িটি ডানদিকে যাবে বলে সিগনাল দিচ্ছে। মারাত্মক ভুল করবেন। কিছুদিন আগেই বালি ব্রীজে একজন এই ভুল টা করেছিলেন। মানে হলো, আপনার সামনের গাড়িটি আপনাকে ওভারটেক করার জন্য পাস দিয়েছে।
Horn:
সরু congested রাস্তা দিয়ে যাবার সময় অবশ্যই অনবরত হর্ন ব্যাবহার করবেন কারন কখন যে মানুষ নামের গাধা, গরু, ছাগল, শুয়োর গুলো রাস্তায় চলে আসবে হটাৎ করে বোঝার আগেই ফটো হয়ে যেতে পারেন। গত মে মাসে Dankuni সার্ভিস রোড এ আমার একটা অ্যাক্সিডেন্ট হয় ঠিক এই কারনে।
Disclosser :
এই সব নিয়ম মেনে আমি গাড়ী চালাই।
দু চাকা চালানোর সময় অবশ্যই হেলমেট পড়বেন ও চার চাকা চালানোর সময় অবশ্যই সিট বেল্ট ব্যাবহার করবেন।
Translate in English
Some rules for driving on the road. Everyone needs to know and accept.
High Beam or Upper: Use at night but only on highways. When used in single lanes, it is difficult to see vehicles coming from the opposite direction. Can be used if there is no car on the opposite side of the single lane (at least 300 meters).
Low Beam or Dipper: It has to be used in the city or suburbs because there is light in the street so there is no need for high beam. But High Beam should always be used on the highway so that distant objects can be seen. On the road you will see lots of donkeys, cows, goats, pigs who also drive on High Beam in the neighborhood.
Passing Light: You will often see the car in the opposite lane turn on its headlights twice as you go through the single lane, maybe you will overtake at that time or drive a little to the right. That means the car on the opposite side is asking you for a pass.
Just like that, you are driving in single lane and will overtake the car in front but you think you may not be able to overtake for the car coming from the opposite direction. You can then turn on the headlights twice and ask the car in the opposite direction to pass you.
Overtake: You have to overtake on the right side. You will see a lot of donkeys, cows, goats, pigs who overtake without following the rules, be it two wheels or four wheels. One thing to keep in mind is to overtake by blowing the horn before overtaking and while overtaking. Maybe the other car got a little distracted and changed lanes or pressed to the right to give a pass to a car on the left, but then the danger.Before overtaking a car, turn on the indicator on the right and overtake. If you overtake, immediately turn on the indicator on the right and slowly move to the left lane. The car behind you and the car in front will understand your movement.
Indicators: On the road you will see many people driving with all the indicators in front and behind. When you turn on all the indicators it is called Hazard Light and in some cases it is applicable. For example: when standing on the side of the road at some point, when the visibility on the road is very low (rain, fog, dust), the brakes of the car is holding less, the car is walking.
And yes, I see many plaintiffs standing on the street lighting the plaintiff's indicator, wrong. The indicator on the right should always be on.
One more thing, before overtaking a car, you will overtake by turning on the indicator on the right side. The car behind you and the car in front will understand your movement.
Many times you will see that the car in front of you has slowed down by turning on the indicator on the right. You will then overtake on the left and exit because the car is signaling to go on the right. Make a fatal mistake. A few days ago, someone made this mistake at Bali Bridge. This means that the car in front of you has passed to overtake you.
Horn: You must use the horn constantly when passing through narrow congested roads because when people like donkeys, cows, goats, pigs come on the road, you can suddenly become a photo before you understand. This is exactly the reason I had an accident on Dankuni Service Road last May.
Disclosser :
I drive according to all these rules.
You must wear a helmet when driving two wheels and you must use a seat belt when driving four wheels.
Comments
Post a Comment