বর্ষার জলে ভেসে যাওয়ার মাছ ধরা ও গ্রাম বাংলা
বর্ষার জলে ভেসে যাওয়া মাছ ধরতে দেখা যায় প্রায় প্রত্যেক গ্রাম বাংলায়।
বর্ষার বৃষ্টিতে যখন চারিদিকে জলে ভরে যায় মাঠ ঘাট, সেই জলের স্রোতে ভেসে যাওয়া মাছ মহানন্দে ধরতে নামে বহু মানুষ।
বর্ষা আর মাছ একে অপরের পরিপূরক। কথায় আছে "মাছ ধরিব ভাত খাইব সুখে" । আর এই কথা গ্রাম বাংলা র সাথে ওতোপ্রত ভাবে জড়িত। বর্ষা নামলেই রাস্তা ঘাটে জল বাইতে থাকে। সেই জলে মাছ ভেসে যাওয়া স্বাভাবিক ব্যাপার।
খাল বিল পুকুর জলে ভরে থৈ থৈ করছে বর্ষার জলে। চারিদিকে জলে ভরে গেছে । বর্ষার জলের সাথে সাথে খাল বিল পুকুরের জল মিশে একাকার হয়ে গেছে আর পুকুরে মাছ সেই জলের স্রোতে ভেসে রাস্তা ঘাটে মাছ ভেসে বেড়াচ্ছে।
বিভিন্ন রকম মাছ বর্ষার জলে ভেসে ওঠে। যেমন চুনো পুটি পোনা চ্যাং গড়োই প্রভৃতি নানা কাজে মাছ ভেসে বেড়াচ্ছে। বর্ষা যতো নামবে পুকুর খাল বিলের মাছ ততো বেশি জলের স্রোতে ভেসে আসে।
মাছ খাওয়া থেকে জলে ভিজতে ভিজতে মাছ ধরা ধরা বেশি আনন্দের। সবাই মিলে মিশে একসাথে মাছ ধরার আনন্দই আলাদা। সারাদিন বৃষ্টিতে ভিজে মাছ ধরতে গিয়ে অল্প একটু মাছ বাড়িতে নিয়ে আসা আলাদা খুশির ব্যাপার।
ছোটো ছোটো ছেলে থেকে শুরু করে বড়োরা সকলেই একসাথে মিলে মিশে মাছ ধরতে যায়। এখানে ছোটো বড়োর কোনো বাছ বিচার নেই। যে যেমন ভাবে পারে মাছ ধরতে থাকে।
মাছ ধরার উপকরণ ও বিভিন্ন ধরনের। কেউ পলোই, কেউ ঘুগী, কেউ বড়শি, কেউ শিকুটি , কেউ বা গামছা, কেউ আবার মশারি নিয়ে মাছ ধরতে নামে। ছোটো বড়ো সব ধরনের মাছ ধরতে থাকে । যে যখন যেমন মাছ পেল ধরে ফেলে।
Translate in English
Almost every village in Bengal can be seen catching fish floating in the rain water.
Rain and fish are closely involved.
When the fields and ghats are filled with water in the rainy season, many people are happy to catch the fish floating in the current of that water.
Rain and fish complement each other. There is a saying "I will catch fish and eat rice happily". And this is inextricably linked with rural Bengal. As soon as it rains, the roads are flooded. It is normal for fish to float in that water.
The canal beel is filling the pond with water. All around is flooded. With the rain water, the water of the canal beel pond has become monotonous and the fish in the pond are floating in the stream of that water and the fish are floating in the roadside.
Different kinds of fish float in the rain water. Such as lime puti pona chang garoi etc. fish are floating in various activities. The more the rains subside, the more the fish in the pond canal beel float in the current of water.
It is more fun to catch fish soaked in water than to eat fish. The joy of fishing together is different. It is a matter of great pleasure to bring a little fish home while fishing in the rain all day.
It is more fun to catch fish soaked in water than to eat fish. The joy of fishing together is different. It is a matter of great pleasure to bring a little fish home while fishing in the rain all day.
Fishing equipment and different types. Some are poloi, some are pigeons, some are fishing, some are shikuti, some are towels, some are fishing with mosquito nets. Small and big fish of all kinds. That's when he caught such fish.
Comments
Post a Comment