ভান্নানি দেবীর পূজা।

 দেবী ভান্নানি মন্দির।


ভান্নানি দেবীর পূজা।

    দুর্গা পূজার পরের দিন থেকে পূজা শুরু হয়, দেবী ভান্নানি পুজা। দুদিন ধরে এই দেবীর পূজা অনুষ্ঠিত হয়। একাদশী ও দ্বাদশীর দিন এই দেবী প্রতিমা তৈরি করে পুজো করা হয়।

      ভান্নানি দেবী মাতা সংসারের সমৃদ্ধি কামনায় ও রক্ষায় পূজিত হন। সুখ শান্তি কামনায় মানসিক ও পুজো করা হয়। সংসারের কামনা বাসনা পূর্ণ করতে অনেকে এই দেবীর কাছে মানত করে থাকেন। নিজের ইচ্ছা পূরণ করতে নিজের সমর্থ অনুযায়ী দেবীর কাছে উৎসর্গ করার ইচ্ছা প্রকাশ করেন।

          পশ্চিম বঙ্গের মানুষ এই দেবীর পূজা করে থাকেন। বিশেষ করে উত্তর বঙ্গে এই দেবীর পূজোর চল বেশি। উত্তর বঙ্গের বেশির ভাগ মানুষ এই দেবীর পূজা অর্চনা করে থাকেন।

      কথিত আছে ভান্নানি দেবী স্বয়ং দুর্গা দেবীর আরেক রূপ। দেবী দুর্গা আরেক অন্য রূপে পূজিত হন উত্তরবঙ্গে। দেবী ভান্নানি রূপে। বহু প্রাচীন কাল থেকে উত্তর বঙ্গে দুর্গা দেবী এই রূপে পূজিত হন।

       শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার প্রভৃতি জেলায় এই দেবীর পূজা অনুষ্ঠিত হয়। সাধারনত কৃষক সমাজে ভান্নানি দেবীর পূজা হয়ে থাকে। ফসল সংগ্রহ, সংরক্ষণ ও রক্ষা করতে চাষীরা ভান্নানি দেবীর পূজা মাতা রূপে করে থাকেন।



Translate in English

Tample of Vannani God.


The puja starts from the day after Durga puja, the puja of Goddess Bhannani. Worship of this goddess is held for two days. On the eleventh and twelfth days this idol is worshiped by making idols.

      Bhannani Devi Mata is worshiped to seek and protect the prosperity of the world. Happiness is mental and worshiped for peace. Many people take vows to this goddess to fulfill the desires of the world. He expressed his desire to sacrifice to the goddess according to his ability to fulfill his desire.

      The people of West Bengal worship this goddess. Especially in North Bengal the worship of this goddess is more. Most of the people of North Bengal worship this goddess.

       It is said that Bhannani Devi herself is another form of Goddess Durga. Goddess Durga is worshiped in another form in North Bengal. In the form of Goddess Bhannani. Goddess Durga has been worshiped in this form in North Bengal since ancient times.

    Worship of this goddess is held in Siliguri, Jalpaiguri, Kochbihar and other districts. The goddess Bhannani is usually worshiped in the peasant society. To collect, preserve and protect the crops, the farmers worship Goddess Bhannani as their mother.








Comments

Popular posts from this blog

বৃক্ষ রোপন পদ্ধতি

আসানসোল এলাকার কালী পূজা

চাকরি করা ছেলে ও মেয়ের বাবা মা