সন্ধ্যামণি ফুল Marvel of peru
সন্ধ্যামণি ফুল সকলের পরিচিত এই সন্ধ্যামণি ফুল প্রায় সর্বত্রই দেখা যায়। কমবেশি সকলেই চেনে। এই ফুলের জানা অজানা বিশেষত্ব দেখে নেওয়া যাক। এই ফুল সন্ধ্যামণি, সন্ধ্যা মালতী, সন্ধ্যাবতি নামে পরিচিত। গ্রাম বাংলার মানুষের একটা জনপ্রিয় ফুল সন্ধ্যাবতি। বাঙালির প্রিয় ফুলগুলি মধ্যে এই ফুল একটি। প্রায় সর্বত্রই সন্ধ্যবতি ফুল দেখা যায় বা উপলব্ধ হয়। গ্রাম বাংলার যেখানে সেখানে সন্ধ্যাবতি ফুল জন্মায়। বিশেষ আদর যত্ন ছাড়ায় সন্ধ্যাবতি ফুল অতি সহজেই জন্মায় এবং বীজ শুকিয়ে মাটিতে পড়ে চারিদিকে ছড়ায়। খুব কম সময়েই চারিদিকে ছড়িয়ে পড়ে। সন্ধ্যার সময় এই ফুল প্রস্ফূটিত হয় বলে সন্ধ্যাবতি ফুলের এই সব নাম। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সন্ধ্যাবতি ফুল প্রস্ফুটিত হয়। যেখানে সন্ধ্যাবতি ফুলের বাগান থাকে সেখানে সন্ধ্যাবেলায় প্রস্ফুটিত ফুলের কারণে অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করে। সন্ধ্যাবতি ফুল বিভিন্ন রকম রঙের হয়। যেমন গোলাপী, হলুদ, কমলা, সাদা ইত্যাদি রঙের সন্ধ্যাবতি ফুল দেখা যায়। বাগানে সব রঙের সন্ধ্যাবতি ফুল ফুটে থাকলে বাগান ও প্রকৃতি সু...