বৃক্ষ রোপন পদ্ধতি
বৃক্ষ রোপন পদ্ধতি বৃক্ষ ও জীব জগত একে অপরের পরিপূরক। মানুষের সাথেও বৃক্ষ অঙ্গাঙ্গী ভাবে জড়িত। তাই বৃক্ষ রোপন আমাদের দায়িত্ব, কর্তব্য ও প্রয়োজন। আমাদের নিজেদের প্রয়োজনে বৃক্ষ রোপন করতে হবে। সুন্দর পরিবেশ, সুস্বাস্থ্য আবহাওয়া ও জীবকুল রক্ষার তাগিদে বৃক্ষ রোপন একান্ত প্রয়োজন। সময় :- বৃক্ষ রোপণের সঠিক সময় বর্ষা কাল। যদিও অন্য ঋতুতে বৃক্ষ রোপন করা যায়। উপযুক্ত পরিবেশ তৈরি করে উপযুক্ত পরিচর্যা করে বছরের অন্যান্য সময়েও বৃক্ষ রোপন করা যাবে। বীজ সংগ্রহ:- যে বৃক্ষ রোপন করব সেই বৃক্ষের গুণগত ভালো মানের বীজ সংগ্রহ করব। বৃক্ষের ফল থেকে যত্ন ছড়িয়ে শুকিয়ে বা বাজার থেকে কিনে নেব। মাটি তৈরি:- বৃক্ষ রোপণের জন্য মাটি সঠিক ভাবে তৈরি করতে হবে। মাটিকে প্রথমে ঝুরঝুরে করে নিতে হবে। হালকা হালকা করে জল দিয়ে ভিজাতে হবে। তারপর গোবর বা অন্য কোন জৈব সার দিয়ে এমন ভাবে ভিজাতে হবে যাতে কাদা না হয় আর শুকিয়ে না যায়। এভাবে কিছুদিন রাখতে হবে। মাটি ভিজে ও ঝুরঝুরে থাকে তার দিকে খেয়াল রাখতে হবে। বীজ রোপণ:- তৈরি করা মাটিতে সংগ্রহ করা বীজ রোপণ করতে হবে। নিয়মিত জল দি...