বর্ষার জলে ভেসে যাওয়ার মাছ ধরা ও গ্রাম বাংলা
বর্ষার জলে ভেসে যাওয়া মাছ ধরতে দেখা যায় প্রায় প্রত্যেক গ্রাম বাংলায়। বর্ষা ও মাছ ওতোপ্রত ভাবে জড়িত। বর্ষার বৃষ্টিতে যখন চারিদিকে জলে ভরে যায় মাঠ ঘাট, সেই জলের স্রোতে ভেসে যাওয়া মাছ মহানন্দে ধরতে নামে বহু মানুষ। বর্ষা আর মাছ একে অপরের পরিপূরক। কথায় আছে "মাছ ধরিব ভাত খাইব সুখে" । আর এই কথা গ্রাম বাংলা র সাথে ওতোপ্রত ভাবে জড়িত। বর্ষা নামলেই রাস্তা ঘাটে জল বাইতে থাকে। সেই জলে মাছ ভেসে যাওয়া স্বাভাবিক ব্যাপার। খাল বিল পুকুর জলে ভরে থৈ থৈ করছে বর্ষার জলে। চারিদিকে জলে ভরে গেছে । বর্ষার জলের সাথে সাথে খাল বিল পুকুরের জল মিশে একাকার হয়ে গেছে আর পুকুরে মাছ সেই জলের স্রোতে ভেসে রাস্তা ঘাটে মাছ ভেসে বেড়াচ্ছে। বিভিন্ন রকম মাছ বর্ষার জলে ভেসে ওঠে। যেমন চুনো পুটি পোনা চ্যাং গড়োই প্রভৃতি নানা কাজে মাছ ভেসে বেড়াচ্ছে। বর্ষা যতো নামবে পুকুর খাল বিলের মাছ ততো বেশি জলের স্রোতে ভেসে আসে। মাছ খাওয়া থেকে জলে ভিজতে ভিজতে মাছ ধরা ধরা বেশি আনন্দের। সবাই মিলে মিশে একসাথে মাছ ধরার আনন্...